৩৪ বছরেই ‘সর্বকনিষ্ঠ’ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মেরিন
মাত্র ৩৪ বছর বয়সে ফিনল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানা মেরিন।
সোস্যাল ডেমোক্রেট দলের নেতাদের আস্থা ভোটে ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী ও প্রতিদ্বন্দ্বী অ্যান্তি রিনকে ৩২-২৯ ভোটে হারান তিনি।
২০১৫ সাল থেকে সানা মেরিন দলটির একজন আইনপ্রণেতা ও সহ-সভাপতি এবং চলতি সপ্তাহ পর্যন্ত দেশটির পরিবহন ও যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
ফিনল্যান্ডের সবচেয়ে বড় পত্রিকা হেলসিঙ্কি সানোমাত ও ট্যাবলয়েড পত্রিকা ইলতা-সানোমাত মেরিনকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।
বর্তমানে ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি পদের দায়িত্ব পালন করছে। আইনপ্রণেতারা মেরিনকে নতুন সরকার প্রধান হিসেবে খুব দ্রুতই নিয়োগ দেবেন বলে আশা করা যাচ্ছে।
আগামী ডিসেম্বর ১২-১৩ তারিখে ব্রাসেলসে হতে যাওয়া ইইউ নেতাদের সম্মেলনেই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও সভাপতি হিসেবে তিনি এ সম্মেলনের প্রতিনিধিত্ব করবেন বলেও আশা করা যাচ্ছে।
এর আগে, গত মঙ্গলবার আস্থার অভাব এনে ক্ষমতাশীন দল সোস্যাল ডেমোক্রেট দলের জোটের মূল অংশীদার সেন্টার পার্টি বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের ওপর সমর্থন প্রত্যাহার করে নিলে তিনি পদত্যাগ করেন।