বাংলাদেশের পথে চীনা ভ্যাকসিনের প্রথম চালান
চীনা ভ্যাকসিন সিনোফার্মের প্রথম চালান দেশটির রাজধানী বেইজিং থেকে বাংলাদেশে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ও মিশনের উপ-প্রধান হুয়ালং ইয়াং তার ফেসবুক একাউন্টে ভ্যাকসিনের প্যাকেটের দুটি ছবি পোস্ট করেন।
সেখানে দেখা যায়, ভ্যাকসিনের ডোজ প্যাকেটবদ্ধ করে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোতে লোড করা হয়েছে।
আলাদা আরেকটি ফেসবুক পোস্টে চীনা দূতাবাস জানিয়েছে, সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশের পথে রয়েছে।
সন্ধ্যায় দেওয়া দূতাবাসের ওই বিবৃতিতে বলা হয়, "কোম্পানিটি মাত্রই কোল্ড চেইন কনটেইনার ট্রাকে করে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়া ৫ লাখ ভ্যাকসিনের প্যাকিং শেষ করেছে।"
এর আগে, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিনের ৫ লাখ ডোজ আনুষ্ঠানিকভাবে ১২ মে বাংলাদেশে আনার ঘোষণা দিয়েছিলেন।