যতদিন অপ্রদর্শিত অর্থ, ততদিন বৈধ করার সুযোগ: অর্থমন্ত্রী
অপ্রদর্শিত অর্থ যতোদিন মূলধারার বাইরে থাকবে, ততোদিন তা সাদা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "আমাদের সিস্টেমের কারণে জমি ও ভবন রেজিস্ট্রেশনের সময় অপ্রদর্শিত অর্থ তৈরি হচ্ছে। আমরা আশা করছি, আস্তে আস্তে অপ্রদর্শিত অর্থ আমাদের অর্থনৈতিক সিস্টেম থেকে বিলুপ্ত হয়ে যাবে। তবে এবছরের মতো ১০% ট্যাক্সে সাদা করার সুযোগ থাকবে কি-না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।"
তিনি বলেন, আগামী অর্থবছরও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে ট্যাক্স রেট ১০% ই বহাল থাকবে কি-না, তা এখনও চূড়ান্ত নয়।