মুস্তাফিজ যখন ‘মুরালি-ফিজুর’
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএল। এরআগে রাজস্থান রয়্যালসের হয়ে সময়টা ভালোই কাটে মুস্তাফিজুর রহমানের। প্রতি ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন, রেখেছেন অবদান। নিজের প্রথম মৌসুমেই প্রথম বিদেশি হিসেবে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা বাঁহাতি এই পেসার এবার রাজস্থানের পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন।
এবারের আইপিএলে নিজের বোলিংয়ের উপযোগী উইকেটে বৈচিত্র্যের পসরা সাজিয়েছিলেন মুস্তাফিজ। সহজাত কাটার ব্যবহার করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার কাজটা বেশ ভালোভাবেই করেছেন বাংলাদেশ পেসার। মুস্তাফিজের কাটারে মুগ্ধ ধারাভাষ্যকাররা তাকে আখ্যায়িত করেন 'বাঁহাতি মুরালিধরন' নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা রীতিমতো ভাইরাল হয়ে যায়।
ধারাভাষ্যকাররা বাঁহাতি মুরালিধরন বলার পর ডাক নাম বদলে গেছে মুস্তাফিজের। ফিজ, কাটার মাস্টারের পর অনেকেই তাকে 'মুরালি-ফিজুর' ডাকতে শুরু করেছেন। শনিবার রাজস্থান রয়্যালসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। যে ভিডিওতে উপস্থাপকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় মুস্তাফিজকে। একটা পর্যায়ে 'মুরালি-ফিজুর' নিয়ে মুস্তাফিজের কাছে জানতে চান উপস্থাপক।
স্বভাবসূলভ ভঙ্গিতে মুস্তাফিজ অল্প কথাতেই উত্তর সারেন। তিনি বলেন, '২০১৬ সালে আমি যখন খেলি, তখন আমার ফিজ নাম ছিল। আর কাটার নাম হয় ভারতের সঙ্গে প্রথম ম্যাচ খেলার পর। ওখান থেকে শুরু। আর এ বছর নতুন নাম। আপনারা শুনেছেন, আমি অনলাইনের এসব খুব কম দেখি। তবে নিজের সম্পর্কে কিছু বললে ভালোই লাগে।'
আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বছর পার করা মুস্তাফিজ এখন দলের অনেকের চেয়েই অভিজ্ঞ। তরুণ পেসাররা শেখার জন্য ভিড় জমান তার কাছে। রাজস্থান রয়্যালসের দুই তরুণ পেসার জয়দেব উনাড়কাত, চেতন শাকারিয়াও মুস্তাফিজের কাছ থেকে শিখেছেন।
তাদের শেখার আগ্রহ মুস্তাফিজকে মুগ্ধ করেছে। বাংলাদেশ পেসার বলেন, 'তাদের শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তারা জানতে চায়, কাটারটা কীভাবে দেই বা ইয়র্কারটা কীভাবে সঠিক জায়গায় ফেলা যায়। আমি তাদের সাথে আমার জ্ঞান ভাগাভাগি করি।' দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে মুস্তাফিজ বলেন, 'ক্যাপ্টেন খুব ভালো মানুষ। সে খুবই ঠান্ডা মাথার মানুষ ও সহজে রাগান্বিত হন না। এটা দলের জন্য খুব ভালো একটা ব্যাপার।'