মাস্ক পরে ক্যাফেতে গেলেই গুনতে হবে বাড়তি পাঁচ ডলার!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ক্যাফে মালিক তার রেস্টুরেন্টে মাস্ক পরে আসা ক্রেতাদের সামনে ছুঁড়ে দিয়েছেন নতুন চ্যালেঞ্জ। সারা বিশ্ব যেখানে মাস্ক পরতে মানুষকে প্রায় বাধ্য করছে, ওই ক্যাফে মালিক ক্রিস ক্যাসলম্যান তখন মাস্ক পরিহিত ক্রেতাদের কাছ থেকে খাবারের বিলের সঙ্গে বাড়তি ৫ ডলার চার্জ রাখছেন।
না, মাস্ক পরা তাদের অপরাধ বলে এই অতিরিক্ত চার্জ নয়। বরং এর কারণ হিসেবে ক্যাসলম্যান বলছেন, 'সমষ্টিগতভাবে তারা যে ক্ষতি করেছেন, এটি তার ক্ষতিপূরণ হিসেবে।'
মেন্ডোসিনোতে অবস্থিত ফিডলহেড ক্যাফের মালিক ক্যাসলম্যান অবশ্য এনবিসি নিউজকে জানিয়েছেন, বাড়তি অর্থ তিনি মানবসেবামূলক কাজে দান করবেন।
ক্যাসলম্যান বলেন, 'আমি মনে করি না মাস্ক পরিহিত যেসব ক্রেতা নিজেদের এত সচেতন দাবি করেন এবং সমাজ ও দেশের জন্য চিন্তিত, তাদের ৫ ডলার দান করতে খুব বেশি অসুবিধা হবে।' তিনি মনে করেন, মাস্ক আসলে 'অকার্যকর একটি সরকারি উদ্যোগ' যা 'সমপার্শ্বিক ক্ষতি' সাধন করেছে।
ক্যালিফোর্নিয়াতে কড়া লকডাউনের ফলে গত বছরের জুনে ক্যাসলম্যানকে তার ব্যবসা বন্ধ রাখতে হয়েছিল এবং মাস্ক পরিহিত অবস্থায় রেস্টুরেন্টে বসে খাওয়ার সুযোগ ছিল না।
নিজের ব্যবসার ক্ষতি হওয়ায় ক্ষোভের সঙ্গে ক্যাসলম্যান বলেন, 'মাস্ক পরিহিত সবাই আসলে অপকর্মের সহযোগী।'
সম্প্রতি দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মাস্ক পরার ব্যাপারে তাদের নতুন নির্দেশাবলি জারি করে জানিয়েছে, যারা পুরোপুরি ভ্যাকসিন ডোজ নিয়েছেন, তারা আপাতত মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবেন এবং সামাজিক দূরত্ব মানাও তাদের জন্য বাধ্যতামূলক নয়। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই ক্যাসলম্যান তার নতুন 'মাস্ক কর' প্রথা চালু করেছেন।
ক্যাসলম্যান শুরু থেকেই মহামারীকালীন বিধিনিষেধ আরোপের বিপক্ষে। এমনকি মার্চের দিকে তিনি যেসব ক্রেতা মাস্ক ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন, তাদের জন্য ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও রেখেছিলেন!
'আমি মাস্ক পরাতে বিশ্বাসী নই। আসল কাস্টমাররা আমার সঙ্গে একমত, তবে বাকিরা আমার এই সিদ্ধান্তে বেশ রাগান্বিত', বলেন ক্যাসলম্যান।
বাড়তি ৫ ডলার করে আদায়ের মাধ্যমে যা জমা হচ্ছে, এই মুহূর্তে সেই অর্থ তিনি দান করে দিচ্ছেন মেন্ডোসিনো কাউন্টির 'প্রজেক্ট স্যাংচুয়ারি' নামক একটি প্রতিষ্ঠানে, যারা ঘরোয়া নির্যাতন দূরীকরণের লক্ষ্যে কাজ করে। তবে প্রতি দুই সপ্তাহ পর পর প্রতিষ্ঠান পরিবর্তন করে দানের জন্য নতুন কাউকে বেছে নেওয়া হবে।
ক্যাসলম্যান আরও একটি বিষয় স্পষ্ট জানিয়ে দেন, তিনি কাউকে বাড়তি অর্থ দিতে জোর করছেন না। তিনি দাবি করেন, 'আমি তাদেরকে সুবিধামতো বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছি। এখন মনে হচ্ছে, এটা আমাদের অঞ্চলে একদমই নতুন ধারণা।'
-
সূত্র: আরটি