নোয়াখালীতে বাড়িভিত্তিক লকডাউন
নোয়াখালী জেলায় গত মাসের তুলনায় চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়িভিত্তিক লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২১-এ দাঁড়িয়েছে। গত ২৪ঘণ্টায় নতুন করে ১০১ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ২৯.৩৬ শতাংশ।
সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, "জেলা সদরসহ প্রতিটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে আমরা বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলার ইউনিয়ন ভিত্তিক কমিটি করা হয়েছে। যে বাড়িতে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হবে সেই বাড়িকে লকডাউনের আওতায় আনা হবে।"
তিনি আরও জানান, গত ২৪ঘণ্টায় তিনটি ল্যাবে ৩৪৪টি নমুনা পরীক্ষায় ১০১টি পজিটিভ ও ২৪৩টির ফলাফল নেগেটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮হাজার ৫৩৬জন। যার মধ্যে নোয়াখালী সদরে সর্বোচ্চ ২৮৮৯ ও বেগমগঞ্জে ১৮৩০ জন। এর মধ্যে মারা গেছেন ১২১জন, আর সুস্থ হয়েছেন ৬হাজার ৩৭২জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থ্যতার হার ৭৪.৬৫ শতাংশ। আইশোলেসনে আছেন দুই হাজার ৪৩জন এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩জন রোগী।