ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও এনজিও'র জন্য আয়কর হার ৩০ শতাংশ
ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি দাতব্য সংস্থাসহ আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার জন্য আয়করের হার পুনঃনির্ধারণ করে ৩০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, কিছুক্ষেত্রে আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তাসমূহ ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য প্রযোজ্য করহারের সুবিধা ভোগ করতেন যা আমাদের কর দর্শনের সাথে অসঙ্গতিপূর্ণ।
ভিন্নরূপে সঙ্গায়িত নয় এমন আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা এবং অন্যান্য করযোগ্যসত্তার করহার ৩০ শতাংশ করার প্রস্তাব রাখেন তিনি।
তিনি আরও জানান, এসআরও'র মাধ্যমে প্রযোজ্য সাধারণ করহার হ্রাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ হতে উদ্ভূত আয়ের ১৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছিল।
সংসদে এ করহার অর্থ আইনের মাধ্যমে ১৫ শতাংশ করার প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী।