নেইমারের ব্রাজিলের ছয়ে ছয়
দারুণ সব শট ও ফ্রি কিক নিয়েও কলম্বিয়ার বিপক্ষে গোলের দেখা পাননি লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের মতো হতাশ হতে হয়েছে পুরো দলকে। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। তবে একইদিনে ব্রাজিলের কেটেছে মধুর সময়। প্যারাগুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছেন নেইমাররা।
ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে প্রথম গোলটি করেন দলের প্রাণ ভোমরা নেইমার। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা লুকাস পাকুয়েটা।
কাতার বিশ্বকাপ বাছাই পর্বে সময়টা দারুণ কাটছে ব্রাজিলের। ৬ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে সেলেসাওরা। ৬ চয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৩ জয় ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ইকুয়েডর তিন, উরুগুয়ে চার ও কলম্বিয়া আছে পাঁচ নম্বরে। ব্রাজিলের বিপক্ষে হেরে যাওয়া প্যারাগুয়ে আছে ছয় নম্বরে।
২-০ গোলে হারলেও ব্রাজিলের বিপক্ষে সমানে সমান লড়াই করেছে প্যারাগুয়ে। বল দখলের লড়াইয়ে প্যারাগুয়েই এগিয়ে ছিল কিছুটা। তাদের নেওয়া ১০টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। ব্রাজিলের নেওয়া ১৩টি শটের ৪টি ছিল লক্ষ্যে।
পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। প্যারাগুয়ের ডি-বক্সের মধ্যে গ্যাব্রিয়েল হেসুসের পাস থেকে বল পেয়ে ডান পায়ের আলতো শটে বল জালে জড়ান নেইমার। প্রথমার্ধ এভাবেই শেষ হয়। এরপর গোলের দেখা মিলছিলই না। যোগ করা সময়ে (৯৩তম মিনিট) গোল করে ব্রাজিলের ২-০ গোলের জয় নিশ্চিত করে পাকুয়েটা।