‘নবাব এলএলবি’ দিয়ে খুলছে রাজধানীর দুই সিনেমা হল
আসছে ২৫ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ছবি 'নবাব এলএলবি'। প্রায় দেড় বছর পর এই অভিনেতার ছবি দেখা যাবে সিনেমা হলে। গত বছরের শুরুতে তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ছিল 'শাহেন শাহ'।
'নবাব এলএলবি'র কল্যাণেই রাজধানীতে খুলতে যাচ্ছে দুটি সিনেমা হল। মতিঝিল এলাকার মধুমিতা সিনেমা হলটি বন্ধ ছিল গত বছরের করোনার শুরু থেকেই। মাঝে হল খোলার অনুমতি এলেও খোলা হয়নি ঐতিহ্যবাহী এ হল।
সিনেমা হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মানসম্পন্ন ছবি মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের ছবিটি দিয়ে ১৪ মাস পর মধুমিতা খোলা হবে। আসলে শাকিবের জন্যই খোলার সাহস পাচ্ছি। না হলে হয়তো বন্ধই রাখতে হতো।'
তিনি জানান, সামনে ঈদ।আশা করছেন ঈদে বড় বাজেটের ভালোমানের ছবি মুক্তি পাবে। সেই লক্ষে এখন খোলা হচ্ছে সিনেমা হলটি। তবে ঈদের পরে ভালো ছবি মুক্তি না পেলে আবার হয়তো বন্ধ রাখা হতে পারে এই সিনেমা হল।
নওশাদ বলেন, 'আমাদের আসলে কনটেন্টের অভাব। ভালো সিনেমা থাকলে কি হল বন্ধ রাখি? মাঝে বিদেশি ছবি আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। ভালো ছবির পাশাপাশি বিদেশি ছবি আমদানির অনুমতি না দেওয়া হলে হলটি একেবারে বন্ধ করে দিতে পরি।'
নওশাদ জানান, আপাতত সাড়ে ১২টা, ৩টা ও ৬টার শো চলবে; পরবর্তীকালে দর্শকসংখ্যা বাড়লে রাতের শোও চালু করা হবে।
এদিকে প্রায় তিন মাস পর খোলা হচ্ছে রাজধানীর শ্যামলী সিনেমা হল। প্রতিষ্ঠানটির হাউস ম্যানেজার আহসান উল্লাহ বলেন, '২০২০ সালে করোনার শুরু থেকেই সিনেমা হলটি বন্ধ ছিল। পরে গত বছর ১৬ অক্টোবর সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হলেও আমরা ডিসেম্বরে চালু করি। তারপর আবার নতুন করে লকডাউন শুরু হলে বন্ধ করে দিই। এখন শাকিব খানের নবাব এলএলবির মাধ্যমে নতুন করে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।'
শাকিব খান অভিনীত 'নবাব এলএলবি' ২৫ জুন দেশজুড়ে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন।
ছবিটি ২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিল। এ ছবির সংলাপে পুলিশকে 'হেয় করার' অভিযোগে পর্নগ্রাফি আইনে এক মামলায় ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সেই মামলায় ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছেন তারা।
পরবর্তীকালে 'নবাব এলএলবি' সিনেমা হলে মুক্তির জন্য ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১টি সংলাপে আপত্তির কথা জানানো হয়।
দৃশ্যগুলো বাদ দিয়ে ছবিটি সেন্সর বোর্ডে পুনরায় জমা দেওয়ার পর মুক্তির অনুমতি পেয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রেটি প্রোডাকশন।
এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।