দেশের ৫১টি জেলা ঝুঁকিপূর্ণ অঞ্চল: স্বাস্থ্য অধিদপ্তর
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে দেশের ৫১টি জেলা ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মো. রোবেদ আমিন।
"বর্তমানে ৫১টি জেলা রিস্ক জোন হয়েছে। তাই অ্যান্টিজেন টেস্ট বাড়ানোর চেষ্টা করছি। টেস্টের পজিটিভ রেট অনেক বেশি। মৃত্যুহার বেড়ে যাচ্ছে। সংক্রমণ কমছেনা বরং বৃদ্ধি পাচ্ছে। জনসমাগম না হলেও মানুষের মধ্যে মাস্ক না পরার প্রবণতা ও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেড়েছে," বলেন তিনি।
তিনি আরও বলেন, "এপ্রিলে যে পরিমাণ রোগী দেখেছি জুনেও হয়তো তেমন রোগী হবে। হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সংক্রমণের সংখ্যা অনেক বৃদ্ধি পেলে হাসপাতালের বেড দ্রুত ভরে যাবে বলে আমরা আশঙ্কা করছি। আইসিইউ বেড ফিলআপ হয়ে যাচ্ছে দ্রুত। ৫০ শতাংশ আইসিইউ বেড ফিলআপ হয়ে গেছে। সংক্রমণের হার ২১-২২ শতাংশ হলে দ্রুত আইসিইউ বেড ফিলআপ হয়ে যাবে।"
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ। মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ৫ হাজার ২৬৮ জনের দেহে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার গ্রাফ গত দেড় মাস ধরে ৩০ থেকে ৫০ এর ঘরে উঠানামা করছিল। তবে গত দুই সপ্তাহ সপ্তাহ থেকে তা আবার বাড়তে শুরু করেছে।