লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
১ জুলাই থেকে শুরু হতে দেশজুড়ে কঠোর লকডাউন চলাকালীন লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
"যদি কেউ কোনো কারণ ব্যতীত ঘর থেকে বের হয়, তাকে গ্রেপ্তার করা হবে ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে," আজ ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন ডিএমপি কমিশনার।
"কেউ অপ্রয়োজনে বের হয়েছে কিনা প্রথমে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করবো আমরা। প্রয়োজনে আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। অপ্রয়োজনীয় চলাচলের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পেনাল কোডের ২৬৯ ধারা অনুযায়ী মামলায় লকডাউন অমান্যকারীদের আদালতে পাঠানো হবে।
এ ধারায় সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, জরিমানা ও উভয় দণ্ডের বিধান রয়েছে, বলেন তিনি।
"কেউ যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে মোটরযান আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা হয়তো শুনবেন প্রথম দিনেই ডিএমপি পাঁচ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে,"
এবার পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন তিনি।
শহরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা যতো কঠোর হবো, আপনারা ততো নিরাপদে থাকবেন।"
"আমরা কোনো ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেব না। তবে জরুরি প্রয়োজনে আমরা রিকশা ব্যবহারের অনুরোধ করবো,"
রাস্তার পাশে কাঁচাবাজার সরিয়ে আনা হবে যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারেন, যোগ করেন তিনি।
আগামী ১ জুলাই থেকে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ।
তবে, তবে ২৮-৩০ জুন সীমিত পরিসরে লকডাউন কার্যকর থাকবে।
এর আগে, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি ও পরামর্শক কমিটি কোভিডের সংক্রমণ কমাতে দেশজুড়ে ১৪ দিনব্যাপী কঠোর লকডাউন জারির পরামর্শ দেয়।