ভূমধ্যসাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশিসহ ৪৩ জন অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ জানিয়েছে, দেশটির কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে অন্তত ৮৪ জনকে উদ্ধার করেছে।
লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা থেকে তাদের বহনকারী জাহাজটি রওনা হয়েছিল। এতে মিশর, সুদান ও ইরাত্রিয়ার অভিবাসন প্রত্যাশীরাও ছিলেন বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসীদের ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৪৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।
ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক বছর ধরে দেশটিতে হাজির হওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমে আসলেও ২০২১ সালে আবার তা বেড়ে গেছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রায় সাত হাজার অভিবাসন প্রত্যাশী দেশটিতে হাজির হলেও চলতি বছর এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮০০ জন সেখানে উপস্থিত হয়েছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৮২৩ জন মারা গেছেন। এর মধ্যে গত এপ্রিলে ভূমধ্যসাগরের তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ মারা যান।