ম্যাগি রাওলিন্স যেভাবে কোভিড নার্স থেকে সুইমস্যুটের মডেল হয়ে উঠলেন
ফটোশুট চলাকালেও আমেরিকান মডেল রাওলিন্সের চিকিৎসাবিদ্যাগত দক্ষতা কাজে লাগবে, এটা অস্বাভাবিক কিছু নয়।
'একবার আমি বাহামা দ্বীপপুঞ্জের একটা সেটে ছিলাম, সেখানে হুট করেই গাড়ি দুর্ঘটনা ঘটল। কেউই গুরুতর আহত হয়নি, তবু প্রত্যেকের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার জন্য ডাক পড়ল আমার,' বলেন ২৮ বছর বয়সী রেজিস্ট্রার্ড নার্স রাওলিন্স।
তবে করোনাভাইরাস মহামারির শুরু দিনগুলোতে চিকিৎসা দক্ষতার অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল তাকে; যখন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় নার্স হিসেবে বিশেষ দায়িত্ব চাপে তার কাঁধে।
'এটা অবশ্য বিশেষ কিছু নয়! কেননা, ছয় বছর ধরে নার্সিং পেশায় আছি; তাই চিকিৎসা সেবা আমার জীবনেরই একটি অংশ,' বলেন নিউইয়র্ক সিটি ও সাউথ ক্যারোলিনার চার্লস্টন শহরে আসা-যাওয়ার মধ্যে ভাগাভাগি করে জীবন কাটানো রাওলিন্স।
'সময়টি অবশ্য বড়ই গোলমেলে ছিল। কীভাবে যে দিন কাটছিল, বুঝে ওঠতে পারছিলাম না,' মাসব্যাপী সেই কর্মযজ্ঞের স্মৃতিচারণা করে বলেন তিনি। 'তবে দেশের সব জায়গা থেকে লোকজন এগিয়ে আসছে, এ ব্যাপারটি দারুণ ছিল। এটা সত্যিই প্রেরণা জুগিয়েছে।'
তিনি যে শুধু নার্স নন, মডেলও- এ কথা অবশ্য তখন তার বাবা-মা কিংবা সহকর্মীদের কেউই জানতেন না। '(পিপিপি দিয়ে) মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢাকা থাকত আমার। এ নিয়ে কেউ মাথা ঘামিয়েছে বলেও আমার মনে হয় না,' বলেন রাওলিন্স।
অবশ্য, 'স্পোর্টস ইলাস্ট্রেটেড' ভেবেছিল! গত মার্চেই আমেরিকান স্পোর্টস ম্যাগাজিনটি ঘোষণা দেয়, ১৯ জুলাই বাজারে আসতে থাকা তাদের বার্ষিক 'সুইমস্যুট সংখ্যা'য় রাওলিন্সকে কাজে লাগাবে। এরপর তার চোখ ধাঁধানো ছবির দিকে নজর পড়তে থাকে সবার। রাতারাতি তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ।
'স্পোর্টস ইলাস্ট্রেটেড নিশ্চিয়ভাবেই আমাকে এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে, যেটি আমার আগে ছিল না,' নিউইউর্ক পোস্টের ফটোশুটে বলেন রাওলিন্স। 'মনে হয়েছে, যেন আমার কণ্ঠস্বর আরও একটি বাড়ল।'
বলে রাখা ভালো, রাওলিন্স ইতোমধ্যেই 'ভিক্টোরিয়া'স সিক্রেটে'র মডেল হয়েছেন। এছাড়া 'ম্যাক্সিম' ম্যাগাজিনের জুন সংখ্যার প্রচ্ছদেও দেখা গেছে তাকে। এ সংক্রান্ত ব্যস্ততা তার দিন দিন বাড়ছে।
অন্যদিকে, সুবিধাবঞ্চিত সমাজে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা 'ওয়ানওয়ার্ল্ড হেলথ'-এর হয়েও কাজ করছেন তিনি। একজন বিশেষজ্ঞ নার্স হিসেবে বিনাপারিশ্রমিকে চিকিৎসা সেবা দিতে ইতোমধ্যেই নিকারাগুয়া ও উগান্ডা সফর করেছেন; আগামী সেপ্টেম্বরে আবারও তার উগান্ডায় যাওয়ার কথা রয়েছে।
মডেল হিসেবে রাতারাতি খ্যাতি এলেও ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই রূপসী নার্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চিকিৎসা সেবা দেওয়া থেকে নিজেকে সরানোর কোনো ইচ্ছে তার নেই।
'নার্সিং আমি ভালোবাসি। এ পেশার সঙ্গেই আমার আত্মপরিচয় জড়িয়ে রয়েছে,' বলেন মডেলিং নিয়ে তুমুল ব্যস্ত রাওলিন্স।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট