হিন্দু যুগলের বিয়ে হবে মসজিদে
সাম্প্রদায়িক নানা দ্বন্দ্বের মধ্যেও ভারতে ‘মুসলমানদের স্বার্থবিরোধী’ নাগরিকত্ব আইনের প্রতিবাদে ধর্মবর্ণ নির্বিশেষে রাজপথে নেমেছে সারা দেশের মানুষ। এরমধ্যে আরও একটি ঘটনা ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির ভারত গঠনে নতুন পালক যোগ করেছে।
এক হিন্দু যুগলের বিয়ের জন্য কেরালার একটি মসজিদের দুয়ার খুলে দিয়েছে কর্তৃপক্ষ। মসজিদ প্রাঙ্গণে শুধু বিয়েই হবে না ওই যুগলের, বিয়েতে আগত অতিথিদের জন্য সেখানে ব্যবস্থা করা হবে আপ্যায়নের। খবর দ্য টেলিগ্রাফের।
আগামী ১৯ জানুয়ারি অঞ্জু ও শরৎ শশী নামে ওই যুগলের বিয়ে হবে কেরালার আলাপ্পুঝা জেলার চেরুভাল্লি মুসলিম জামে মসজিদে।
বিয়ে উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে একটি বড় শামিয়ানা টানানো হবে। এক হাজার অতিথি যেন খেতে পারেন, সে জন্য ব্যবস্থা করা হবে নিরামিষ খাবারের।
মসজিদ কমিটির সম্পাদক নুজুমুদ্দিন আলুমুত্তিল বলেন, “যেহেতু এখানে বিয়েতে উপহার দেওয়ার একটা রেওয়াজ আছে, তাই বরকে আমরা দুই লাখ টাকা এবং কনেকে সোনার গহনা উপহার দেব।”
তিনি জানান, এই বিষয়টি প্রচার হোক তা ব্যক্তিগতভাবে চাননি। বানান যাচাইয়ের জন্য বিয়ের আমন্ত্রণপত্র তার পরিবারের সদস্যদের দেখালে, তাদের কেউ একজন তা সামজিক মাধ্যমে দিয়ে দেন। পরে সেটা ভাইরাল হয়ে যায়।
আলুমুত্তিল বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে মসজিদ থেকে সবসময়ই বিভিন্নজনকে সহায়তা করা হলেও কেরালায় এটিই প্রথম মসজিদে বিয়ের ঘটনা হবে।
গত বছরের নভেম্বরের প্রথম শুক্রবার জুমার নামাজের পর তিনি মসজিদে সবার সামনে ওই যুগলের বিয়ের প্রস্তাবটি তোলেন। তখনই সবাই সর্বসম্মতভাবে এই পরিবারটিকে সহায়তা করতে রাজি হন।