বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফ্রান্সে স্মারক ডাকটিকেট প্রকাশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগ লা পোস্তের (La poste) সহায়তায় একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লা পোস্তের সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে লা পোস্তের ডাক টিকেট প্রকাশনা বিভাগ ফিলাপোস্তের (Philaposte) পরিচালক জিল লিভশি এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।
করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ আয়োজনে দূতাবাসের সব কর্মকর্তা এবং ফিলাপোস্তের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক আদর্শ, জীবন দর্শন সারা বিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান উদ্যোগের এটি অন্যতম।
ফিলাপোস্তের পরিচালক জিল লিভশি বলেন, এটি শুধুই স্মারক নয়, বরং নিত্য ব্যবহার্য ডাকটিকেট। এর মাধ্যমে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনো দেশে চিঠি বা পার্সেল পাঠানো যাবে।
চিত্রশিল্পী শামসুদ্দোহার আঁকা বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি এই স্মারক ডাকটিকেটে ব্যবহার করা হয়েছে।