আগুন পোহাতে গিয়ে দুই নারীর মৃত্যু
রংপুরে শীতের তীব্রতায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দুই নারী মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তারা।
তারা হলেন- রংপুর নগরীর রহমত পাড়ার ছকির উদ্দিনের স্ত্রী আরিফা বেগম এবং নগরীর কোটায়ালী পাড়ার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক এম এ হামিদ পলাশ জানিয়েছেন, গত ২০ দিনে আগুনে দগ্ধ হয়ে ৪৩ জন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে মারা যান দুই বৃদ্ধা।
এর আগে মারা যান দগ্ধ আরও সাত জন। এখন দগ্ধ ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জন ভর্তি রয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ও পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোস্তফা খালেদ আহামেদ জানিয়েছেন, শীতজনিত রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে রংপুর বিভাগে সব হাসপাতালে ৭২২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, গত নভেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় ২২ হাজারেরও বেশি শিশুসহ নানা বয়সের মানুষ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।
রংপুর মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডা. শাহাদাত হোসেন জানান, শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছে ৬শ’র বেশি রোগী। এর মধ্যে গত দুই মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বয়সের ২৮ জন শিশু মারা গেছে।