বর্ণবাদের শিকার ফুটবলার, ম্যাচ শেষ করলো না জার্মানি
আর মাত্র ছয়দিন, এরপরই বেজে উঠবে অলিম্পিক দামামা। আগামী ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। এর আগের দিন থেকেই ফুটবলে শুরু হয়ে যাবে পুরুষ দলগুলোর লড়াই। উদ্বোধনী ম্যাচে মিশরের প্রতিপক্ষ স্পেন। সব দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল জার্মানির অলিম্পিক ফুটবল দল। কিন্তু ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়েছে তারা। দলের ডিফেন্ডার জর্ডান তোরুনারিঘা বর্ণবাদের শিকার হওয়ায় ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মাঠ ছাড়ে জার্মানি।
১-১ সমতায় ম্যাচ আগাচ্ছিল। ম্যাচের বাকি তখন মিনেট পাঁচেক। এমন সময়ে বর্ণবাদের শিকার হওয়ায় ম্যাচটি আর খেলেনি জার্মানি। মাঠ থেকে বেরিয়ে যায় তাদের সব খেলোয়াড়। হন্ডুরাস এই ঘটনাকে অবশ্য ভুল বোঝাবুঝি বলছে।
জার্মানি তা মানতে নারাজ। শনিবার নিজেদের অফিসিয়াল টুইটার পেজ থেকে বর্ণবাদের বিষয়টি সম্পর্কে জানায় জার্মানি জাতীয় ফুটবল দল। টুইটে লেখা হয়েছে, '১-১ স্কোরলাইনে নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে ম্যাচ শেষ হয়েছে। জর্ডান তোরুনারিঘা বর্ণবাদের শিকার হওয়ার পর জার্মানির খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে।'
জার্মানি অলিম্পিক দলের কোচ ও দেশটির সাবেক খেলোয়াড় স্টেফান কুন্তজও এ নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, 'যখন আমাদের একজন খেলোয়াড় বর্ণবাদের শিকার, তখন খেলা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই।'
অলিম্পিক ফুটবলে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে জার্মানিকে। আগামী ২২ জুলাই ব্রাজিলের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এদিন আর্জেন্টিনারও ম্যাচ আছে, তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাগতিক জাপান লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।