বাংলাদেশে পৌঁছেছে ভারতের ২০০ এমটির ‘অক্সিজেন এক্সপ্রেস’
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে করোনা মোকাবিলায় ভারত থেকে আনা ২০০ মেট্রিক টন (এমটি) তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন। ট্রেনটির ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে সড়কপথে ঢাকায় নেয়া হবে।
রোববার (২৫ জুলাই) সকাল পৌনে এগারোটার দিকে ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইসমাইল হোসেন জানান, করোনা মোকাবিলায় ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহী 'অক্সিজেন এক্সপ্রেস' রওনা হয়ে রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌছায়। ২টি করে কনটেইনার একসাথে খালাস হতে সময় লাগছে ৩ ঘন্টা। অক্সিজেন খালাস শেষে রাতেই ট্রেনটি আবার ভারতে ফিরে যাবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে তরল মেডিকেল অক্সিজেন বুঝে নিতে উপস্থিত ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুর উর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ ও সিভিল সার্জন ডা: রামপদ রায় প্রমুখ।
আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া খাতুন জানান, করোনা মোকাবিলায় আমদানিকৃত তরল মেডিকেল অক্সিজেন সড়কপথে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় নেয়া হবে। সেখান থেকে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।
এর আগে টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝাড়খন্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং করে 'অক্সিজেন এক্সপ্রেস' রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।