অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দেওয়া হলো না বাংলাদেশের। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৩১ রানে। অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি।
৩৩ বলে ৩টি চারে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্টার্ককে ছক্কা মারা নাঈম শেখ ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার ২৯ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩০ রান করেন। আরেক ওপেনার সৌম্য সরকার বাজে শট খেলে নিজের স্টাম্প ভেঙে সাজঘরে ফেরেন। ২ রান করে থামতে হয় তাকে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে একটি ছক্কায় ২০ রান করে আউট হন। এরপর দ্রুতই ফেরেন ৩ রান করা নুরুল হাসান সোহান। ছয় নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব শেষ বল পর্যন্ত ব্যাটিং করেন। ইনিংসের শেষ বলে স্টার্কের বলে বোল্ড হওয়া বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান ১৭ বলে ৩টি চারে ২৩ রান করেন।
জিম্বাবুয়ে সফরে অভিষেক হওয়া শামীম পাটোয়ারী বেশি সময় টিকতে পারেননি। বিশ্বজয়ী যুব দলের এই সদস্য ৪ রান করে আউট হন। মাহেদী হাসান ৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার জস হ্যাজেলউড সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এ ছাড়া মিচেল স্টার্ক ২টি এবং অ্যাডাম জ্যাম্পা ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট নেন।
পঞ্চম ওভারেই নতুন বল
হারিয়ে না গেলে কিংবা ব্যবহারের অনুপযোগী না হলে ক্রিকেট ম্যাচে বল পরিবর্তন করা হয় না। কিন্তু বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সেই নিয়ম মানা হচ্ছে না। অস্ট্রেলিয়ার দাবি অনুযায়ী গ্যালারিতে যাওয়া বল ম্যাচে ব্যবহার করা হবে না এই সিরিজে। প্রথম টি-টোয়েন্টিতে তাই ইনিংসের পঞ্চম ওভারেই পরিবর্তন করতে হলো বল।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন নাঈম শেখ। ডিপ স্কয়ার লেগ দিয়ে বাংলাদেশ ওপেনারের মারা ছক্কা গিয়ে পড়ে গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে পড়া বল আর মাঠে ফেরেনি। আরেকটি বলে চলছে খেলা।
বলে টেনে নিয়ে আউট হলেন সৌম্য
ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্ট্রার্ককে ছক্কা মেরে শুরুটা দারুণ করেছিলেন নাঈম শেখ। এরপর সেভাবে রান নিতে না পারলেও মনে হচ্ছিল, ভালো শুরু পেতে পারে বাংলাদেশ। কিন্তু সৌম্য সরকারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সেটা হয়নি। ২ রান করে অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউডের বলে বোল্ড হয়েছেন সৌম্য।
বলা যায় জোর করে আউট হয়েছেন সৌম্য। স্টাম্পের অনেক বাইরের একটি ডেলিভারি পেছনে গিয়ে খেলার চেষ্টা করেন তিনি। বুক বরাবর ডেলিভারিটি স্লাইস করতে গিয়ে নিজের স্টাম্প ভেঙে দেন বাংলাদেশ ওপেনার। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। নাঈম ২০ ও সাকিব আল হাসান ৩ রানে ব্যাটিং করছেন।