ট্রাম্পের অভিশংসন বিল সিনেটে, বিচার শুরু মঙ্গলবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অফিস থেকে অপসারণ করা হবে কিনা সে বিষয়ে সিনেটের অভিশংসনের বিচার প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অভিশংসন বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার শুরু হবে বিচার প্রক্রিয়া।
কংগ্রেস ওয়াচডগরা বলছেন, কংগ্রেস দ্বারা অনুমোদিত ইউক্রেনের জন্য সুরক্ষা সহায়তা বন্ধ করে আইন লঙ্ঘন করেছে হোয়াইট হাউস। বার্তাকক্ষ রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস, তার কালো বিচার বিভাগীয় পোশাক পরে, এই বিচারের সভাপতিত্ব করার শপথ নেন। পরে সমবেত সিনেটরদের কাছে নিরপেক্ষ বিচার করার শপথ গ্রহণ করেন জন রবার্টস।
এসময় সিনেটে উপস্থিত ৯৯ জন সিনেটর একে একে তাদের সম্মতিতে স্বাক্ষর করেছেন।
গত বুধবার প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) এ সংক্রান্ত বিল ২২৮-১৯৩ ভোটে পাস হয়।
এই বিচার প্রক্রিয়ায় প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট অ্যাডাম শিফ, প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) সাত সদস্য নিয়ে গঠিত দলের প্রধান তিনি।
এর আগে গত ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ইউক্রেন ইস্যুতে কংগ্রেসের কর্মকাণ্ডে বাধা সৃষ্টির অভিযোগ তুলেছিলেন অ্যাডাম শিফ।
নিরপেক্ষ সরকারী জবাবদিহিতা অফিসের (জিএও) মূল্যায়ন ট্রাম্পের জন্য একটি ধাক্কা ছিল। তবে সাক্ষীরা সাক্ষ্য দেবে কি না বা নতুন প্রমাণ বিবেচনা করা হবে কিনা এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায় নি। ফলে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে তার বিচার করবে কিনা তা স্পষ্ট নয়।
তবে চূড়ান্ত অভিশংসনের জন্য উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নথিতে স্বাক্ষর করেছেন নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পাশাপাশি নথিতে স্বাক্ষর করেছে ডেমোক্র্যাটিক দলীয় আইনপ্রণেতাদের একটি দল। এ দলটিই ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি লড়বে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর নাগাদ নথিগুলো থেকে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সিনেট সভায় পড়ে শোনানো হয় বলে জানান রিপাবলিকান দলীয় সিনেট নেতা মিচ ম্যাকোনেল। এ অনুযায়ী, আগামী মঙ্গলবার শুরু হবে এই বিচার প্রক্রিয়া।
এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনো প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।