বৃষ্টিতে টসে দেরি
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এমন ম্যাচের আগে হানা দিয়েছে বৃষ্টি, ঠিক সময়ে অনুষ্ঠিত হয়নি টস।
৬টা থেকে ম্যাচ শুরু, টস হওয়ার কথা সাড়ে পাঁচটায়। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় টস অনুষ্ঠিত হয়নি। এখনও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি ঝরছে। উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
তৃতীয় ম্যাচে বৃষ্টির হানা থাকতে পারে, সেটা আবহাওয়ার পূর্বাভাশেই বলা ছিল। সেই শঙ্কাই সত্যি হলো। ঠিক সময়ে টস না হওয়ায় ম্যাচও দেরিতে শুরু করতে হবে। ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে আশার কথা হচ্ছে, মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকায় বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু করা যাবে।
মাচকে সামনে রেখে দুই দলের ক্রিকেটাররাই মাঠে হাজির হয়েছেন। বৃষ্টি থাকায় মাঠে গা গরম করে নেওয়ার সুযোগ পাননি তারা। তাই বলে বসেও থাকেননি ক্রিকেটারা। ড্রেসিংরুমের সামনে স্বল্প পরিসরে ব্যাটিং অনুশীলন সেরেছেন কেউ কেউ। তবে পাঁচটার পর বৃষ্টি বাড়লে সবাই ড্রেসিংরমে চলে যান। অপেক্ষার পর শুরু হলেও ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আসবে।
এই সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। বিশ্বকাপে মঞ্চে অজিদের বিপক্ষে সবগুলো ম্যাচেই হার মানে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে এই ফরম্যাটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ নেয় বাংলাদেশ।