প্রতিটি ডুবের পর অলিম্পিকের ডাইভারদের গোসল ও তোয়ালে ব্যবহারের কারণ কী?
টোকিও অলিম্পিকের দর্শকরা ডাইভিং ইভেন্টগুলোতে ক্রীড়াবিদদের আচরণ দেখে স্পষ্টতই কিছুটা বিভ্রান্ত।
ডাইভাররা সাধারণত প্রতিবার ঝাঁপ দেওয়ার পর পানি থেকে উঠে এসেই পুলের পাশে একটি দ্রুত শাওয়ার নেন- যদিও তারা ইতোমধ্যেই ভেজা। এরপর তারা ছোট তোয়ালে দিয়ে নিজেদের শুকিয়ে নেন- যদিও একটু পরের ডাইভেই আবার তাদের আবার ভিজতে হবে।
গত সপ্তাহে অলিম্পিক সম্পর্কে শীর্ষ গুগল অনুসন্ধানগুলোর মধ্যে একটি ছিলো, "ডাইভাররা কেনো প্রতিবার ডুব দেওয়ার পর গোসল করেন?"
চলতি সপ্তাহে প্ল্যাটফর্ম ডাইভিং ইভেন্টগুলো চলতে থাকায় কিছু প্রশ্নের উত্তরের জন্য জেকব ব্রেমারের সাথে কথা বলেছে সিএনএন। তিনি বর্তমানে ইন্ডিয়ানার বল স্টেট বিশ্ববিদ্যালয়ের ডাইভিং কোচ হিসেবে কাজ করছেন।
ডুবুরিরা কেনো গোসল করেন?
ব্রেমারের মতে, এ প্রশ্নের উত্তর আসলে একটিই। তিনি বলেন, "ডাইভাররা সাধারণত নিজেদের এবং তাদের পেশীগুলোকে উষ্ণ রাখার জন্য প্রতিবার ঝাঁপ দেয়ার পূর্বে গোসল করেন।"
তারা মূলত পুলের পানির তাপমাত্রার চেয়ে উষ্ণ পানি দিয়ে গোসল করে থাকেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক জল ক্রীড়া প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংস্থা এফআইএনএ'র মতে, টোকিও অ্যাকুয়াটিক সেন্টারের মত অভ্যন্তরীণ ডাইভিং পুলগুলোকে অবশ্যই কমপক্ষে ২৬ ডিগ্রি সেলসিয়াস (৭৮.৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা বজায় রাখতে হবে।
ব্রেমার বলেন, "সাধারণত ডাইভারদের একবার ডুব দেওয়ার পর পরবর্তী ডুব দেওয়ার আগে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। পুল ডেকের বাতাসের তাপমাত্রা কিছুটা ঠাণ্ডা হওয়ায় উষ্ণ পানি দিয়ে গোসল তাদের পেশীগুলো উষ্ণ রাখতে সাহায্য করে। ডাইভিং একটি সুনির্দিষ্ট এবং দ্রুতগতির খেলা। ডাইভারদের দেহ ঠাণ্ডা হয়ে গেলে এটি তাদের কর্মক্ষমতায় প্রভাব ফেলে।"
কেনো তারা ছোট তোয়ালে ব্যবহার করেন?
সাঁতারু এবং ডাইভারদের ছোট তোয়ালে ব্যবহারের পেছনেও দেহকে উষ্ণ রাখা অন্যতম প্রধান কারণ। এসকল তোয়ালে "শ্যামি" নামে পরিচিত।
এ তোয়ালেগুলো বহনযোগ্য এবং অধিক পানি শোষণকারী হওয়ায় ডাইভাররা দ্রুত নিজেদের শুকিয়ে নিতে এবং উষ্ণ হতে পারেন বলে জানান ব্রেমার। শুষ্ক থাকলেই নিরাপদ এবং আরও প্রতিযোগিতামূলক ডাইভ দেওয়ার সম্ভাবনা বাড়ে।
ব্রেমার আরও বলেন, "যখন ডাইভাররা বাতাসের মধ্য দিয়ে উল্টে যাচ্ছে, তখন তারা নিজেদের পা খুব শক্ত করে চেপে ধরে। যদি তাদের পা ভেজা থাকে তাহলে তাদের হাত থেকে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের হাত নিজেদের পা থেকে পিছলে যাবে এবং তারা দ্রুত ডুব থেকে বেরিয়ে আসবে। এর ফলে তাদের আঘাত পাওয়ার সম্ভাবনার পাশাপাশি কম স্কোর করারও আশঙ্কা থাকে।"
কেনো তারা তাদের শরীরে টেপ মুড়িয়ে রাখেন?
অলিম্পিক ডাইভাররা গভীর পুলের মধ্যে উচ্চ গতিতে অ্যাক্রোব্যাটিকস সঞ্চালন করে থাকেন। এবং এ কাজে সাফল্যের জন্য তাদের পেশী সুস্থ রাখা বেশ গুরুত্বপূর্ণ।
পেশী নড়াচড়ার সময় কোনো চাপ পড়লে তার প্রতিফল ভয়াবহ হতে পারে। কিছু ডাইভার তাদের হাঁটু, পিঠ বা কাঁধে টেপ পড়ে থাকার পেছনে এটি আরেকটি কারণ। সৈকতে ভলিবল খেলোয়াড়, টেনিস খেলোয়াড় এবং অন্যান্য ক্রীড়াবিদদের টেপ পরার মতোই বিষয়টি।
"এই টেপ মূলত দেহকে একটু অতিরিক্ত সহায়তা দিয়ে থাকে। পেশী, জয়েন্ট ও লিগামেন্টের ব্যথাও উপশম করতে পারে," উল্লেখ করেন ব্রেমার।
ব্রেমার বলেন, "এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক খেলা যেখানে ক্ষুদ্রতম কোনো অসংগতি একটি পদক এবং ষষ্ঠ স্থান অর্জনের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে। তাই অনেক ক্রীড়াবিদ তাদের সুযোগের কিছুই হাতছাড়া করেন না।"
- সূত্র: সিএনএন