আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন শরিফুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার ম্যাচে আইসিসির আচরণবিধি ভেঙেছেন শরিফুল ইসলাম। এ কারণে বাংলাদেশ পেসারকে শাস্তি দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে শরিফুলকে। এ ছাড়া একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান মিচেল মার্শকে আউট করার আগ্রাসী উদযাপন করেন শরিফুল, যা আইসিসির আচরণবিধির পরিপন্থী।
বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া। ইনিংসের ১৮তম ওভারে শরিফুল একটি ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন ৫১ রান করা মার্শ। নাঈম শেখ ক্যাচটি নেওয়ার পর মার্শের একেবারে কাছে গিয়ে চিৎকার করে উদযাপন করেন শরিফুল।
শরিফুলের এমন শারীরিক ভাষার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচের চার আম্পায়ার। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেওয়া শাস্তি তরুণ পেসার মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। এই প্রথম ডিমেরিট পয়েন্ট যোগ হলো শরিফুলের নামের পাশে। এই ডিমেরিট পয়েন্ট আগামী ২৪ মাস বহাল থাকবে।
ম্যাচে ২৯ রান খরচায় ২টি উইকেট নেন শরিফুল। বিশ্বজয়ী যুব দলের এই সদস্যের প্রথম শিকার ময়জেস হেনরিকস। এরপর হুমকি হয়ে ওঠা মার্শের উইকেট নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন শরিফুল।