মুস্তাফিজ জাদুর পর মাহেদীর আঘাত, বিপদে অস্ট্রেলিয়া
তৃতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের বল ব্যাটে ছোঁয়াতেই হিমশিম খেয়েছে অস্ট্রেলিয়া। ৪ ওভারে মাত্র ৯ রান খরচা করেন তিনি। চতুর্থ ম্যাচেও বাংলাদেশের বাঁহাতি এই পেসারের বোলিংয়ের সামনে অসহায় সফরকারীরা। ঝড় তোলা ড্যান ক্রিশ্চিয়ানকে ফিরিয়ে দেওয়া মুস্তাফিজের এবারের শিকার অ্যালেক্স ক্যারি।
এখন পর্যন্ত ২ ওভারে মাত্র ২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এর কিছুক্ষণ পরই মিচেল মার্শকে ফিরিয়ে দিয়েছেন মাহেদী হাসান। ১১ ওভার শেষে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ – রান। উকেটে আছেন অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নার।
সাকিবকে পাঁচ ছক্কা মারা ক্রিশ্চিয়ানকে ফেরালেন মুস্তাফিজ
১০৫ রানের লক্ষ্য, এই ম্যাচের জয়-হারের প্রভাব পড়বে না সিরিজ নির্ধারণে। এটা ভেবেই যেন হাত খুলে ব্যাট চালাতে শুরু করেন ড্যান ক্রিশ্চিয়ান। এতোটাই খুনে ব্যাটিং শুরু করলেন তিনি যে, সাকিব আল হাসান রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন।
ইনিংসের চতুর্থ ওভারে সাকিবকে ৫টি ছক্কা মারেন ক্রিশ্চিয়ান। ৫ ওভারেই ৪৯ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ডানহাতি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ঝড় থামিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৫ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৩৯ রান করে আউট হন ক্রিশ্চিয়ান।
৭ ওভার শেষে ৩ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫২ রান। মিচেল মার্শ ৪ ও ময়জেস হেনরিকস ১ রানে ব্যাটিং করছেন।