আফগানিস্তান যুদ্ধে ঝরলো কতো প্রাণ?
আফগানিস্তানে শেষ হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ বছরব্যাপী সামরিক অভিযান দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। সাধারণ আমেরিকানদের মনে এই যুদ্ধটি ভিয়েতনাম যুদ্ধের মতো দাগ না কাটলেও নিহত ও ক্ষয়ক্ষতির দিক থেকে এটি বহুগুণ বেশি। আফগান যুদ্ধের খরচ যোগাতে আমেরিকাকে যে পরিমাণ ঋণ করতে হয়েছে, তার ঘানি দেশটিকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে টানতে হবে।
সন্ত্রাসবাদী অভিযানের শিকার আফগানিস্তানে ২০০১ সালে প্রবেশ ঘটে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর। এখন পর্যন্ত আফগান ভূমিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর উপস্থিতি থাকলেও তা এ বছরের ১১ই সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র তার বাহিনী ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে। ফলে ন্যাটোভুক্ত অন্যান্য দেশ যেমন যুক্তরাজ্যও তার সৈন্য ফিরিয়ে নিচ্ছে। তবে তালেবানরা একে একে সব শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় দ্রুতই পরিস্থিতি বদলে যাচ্ছে।
ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র কাবুল থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল স্থানীয় দূতাবাস থেকে সব কর্মীদের ফিরিয়ে আনতে সেনা সংখ্যা ৫ হাজারে উত্তীর্ণের ঘোষণা দেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আফগান সামরিক বাহিনী যদি নিজের দেশকে রক্ষা করতে না পারে, তাহলে মার্কিন সামরিক উপস্থিতি আরও এক বছর কিংবা পাঁচ বছর বাড়ানো হলেও কোনো পার্থক্য আসবে না।"
"আমি চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে মার্কিন সৈন্যের প্রতিনিধিত্ব করেছি; দুজন রিপাবলিকান, দুজন ডেমোক্র্যাট ইতোমধ্যে প্রতিনিধিত্ব করেছে। আমি এই যুদ্ধকে পঞ্চম প্রেসিডেন্ট পর্যন্ত দীর্ঘায়িত হতে দেবো না।" – তিনি আরও বলেন।
মার্কিন সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিবেদনে আফগানিস্তান যুদ্ধে প্রাণহানি ও যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এপি জানিয়েছে, তারা হার্ভাড ইউনিভার্সিটির কেনেডি স্কুলের লিন্ডা ব্লিমসের গবেষণা ও ব্রাউন ইউনিভার্সিটির 'কস্টস অব ওয়ার প্রজেক্ট' থেকে এ পরিসংখ্যান নিয়েছে।
ওই পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ২ হাজার ৪৪৮ জন সেনা সদস্য মারা গেছে। এছাড়াও মার্কিন কন্ট্রাক্টর মারা গেছে ৩ হাজার ৮৪৬ জন। ন্যাটোসহ অন্যান্য মার্কিন মিত্র দেশের সেনা মারা গেছে ১ হাজার ১৪৪ জন।
দীর্ঘ ২০ বছরের এই যুদ্ধে আফগানিস্তানের ন্যাশনাল মিলিটারি এবং পুলিশের ৬৬ হাজার সদস্য মারা গেছে।
আফগান ভূমিতে হওয়া এই যুদ্ধে দেশটির ৪৭ হাজার ২৪৫ জন বেসামরিক লোক মারা গেছেন।
এর বিপরীতে তালেবান এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপের মারা গেছে ৫১ হাজার ১৯১ জন।
যুদ্ধের কারণে স্বাস্থ্য সেবাকর্মী মারা গেছেন ৪৪৪ জন এবং সাংবাদিক মারা গেছেন ৭২ জন।
ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার।
পরিসংখ্যানটি বলছে যুদ্ধ শেষ হলেও এই যুদ্ধকে ঘিরে খরচের খাতা বন্ধ হচ্ছে না যুক্তরাষ্ট্রের। ইরাক আফগান যুদ্ধে অংশ নেওয়া প্রায় ৪ মিলিয়ন সাবেক সেনা সদস্য ও সংশ্লিষ্টদের আগামী ২০৪৮ সাল পর্যন্ত স্বাস্থ্য ভাতা, পেনশনসহ আরও অনেক খরচ দিতে হবে মার্কিন সরকারকে। আর সবমিলিয়ে এই যুদ্ধের পেছনে মার্কিন সরকারের ব্যয় হবে প্রায় সাড়ে ৬ ট্রিলিয়ন ডলার।