ই-অরেঞ্জের মালিকসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন-আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ।
এর আগে গতকাল মঙ্গলবার ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক।
গ্রাহকদের দায়ের করা মামলার ভিত্তিতে আদালতের সামনে এই দম্পতি আত্মসমর্পন করেন।
উত্তেজিত গ্রাহক মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন অপেক্ষা করেও পণ্যের ডেলিভারি না পাওয়ায় সোমবার গ্রাহকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ইঅরেঞ্জ কর্তৃপক্ষের বাকি থাকা অর্ডারের তালিকা প্রকাশ এবং সেগুলো পৌঁছে দেওয়ার নির্ধারিত দিনক্ষণ প্রকাশের কথা ছিল। কিন্তু তা না করে প্রতিষ্ঠানটি আরও ৪৫-৬০ দিন অতিরিক্ত সময় চায়।
সময় নিয়ে মালিকপক্ষ দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা থেকে গ্রাহকরা মামলা দায়েরের জন্য থানায় যান।
এর আগে, গত ১২ আগস্ট ই-অরেঞ্জ এক ফেসবুক পোস্টে রিসেলারদের বিরুদ্ধে অফিসে ভাঙচুরের অভিযোগ আনে। তবে, ১৬ আগস্ট থেকে পণ্য ডেলিভারি কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি জানায় তারা।
১১ আগস্ট অন্তত ৫০ জন গ্রাহক ই-অরেঞ্জের গুলশান অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।