অগণতান্ত্রিক দেশে বিশ্বের অধিকাংশ মানুষের বাস
বিশ্বের অর্ধেকের বেশি মানুষ অগণতান্ত্রিক দেশে বাস করছে। মোট জনসংখ্যার ৫১.৬ শতাংশ গণতন্ত্রহীনতায় রয়েছে বলে জানিয়েছে ইকোনোমিস্ট গ্রুপের প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
বিভিন্ন বিষয়ে পূর্বাভাস ও পরামর্শদাতা ইআইইউর ২০১৯ সালের গণতন্ত্র সূচক অনুযায়ী, শক্তিশালী বা দুর্বল গণতন্ত্রে বাস করছে বিশ্বের ৪৮.৪ শতাংশ মানুষ।
বিশ্বজুড়ে ১৬৫টি দেশ ও দুটি ভূখণ্ডের গণতন্ত্রের চিত্র প্রকাশ করে ইআইইউ। এর মাধ্যমে প্রায় গোটা জনসংখ্যার চিত্র উঠে আসে।
সবশেষ সূচক অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৫.৭ শতাংশ পূর্ণ গণতন্ত্রে বাস করে। ২০১৫ সালে পূর্ণ গণতন্ত্রে বাস করত ৫.৭ শতাংশ মানুষ। তবে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অবস্থান পূর্ণ গণতন্ত্র থেকে ত্রুটিপূর্ণ গণতন্ত্রে চলে যাওয়ায় এ ক্যাটাগরির দেশ কমেছে।
সূচকের তথ্য অনুযায়ী, বিশ্বের এক-তৃতীয়াংশের বেশি মানুষ কর্তৃত্ববাদী শাসনের অধীন। এর বেশিরভাগেরই বাস চীনে।
সূচকে অন্তর্ভুক্ত ১৬৭টি দেশের মধ্যে ৭৬টি দেশ নানাভাবে গণতন্ত্রের আওতায় রয়েছে। অর্থাৎ, ৪৫.৫ শতাংশ দেশকে গণতান্ত্রিক হিসেবে বিবেচনা করা যায়।
২০১৯ সালের সূচকে পূর্ণ গণতান্ত্রিক দেশের সংখ্যা বেড়ে ২২টি হয়েছে। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ২০টি।
সূচক অনুযায়ী ৫৪টি দেশ ত্রুটিপূর্ণ গণতন্ত্র ক্যাটাগরিতে পড়েছে। বাকি ৯১টি দেশের মধ্যে ৫৪টি দেশকে কর্তৃত্ববাদী শাসনের অধীন বলা হয়েছে। ২০১৮ সালের সূচকে এমন দেশ ছিল ৫২টি।
এবারের সূচকে ৩৭টি দেশকে হাইব্রিড রেজিম (গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের যুগপৎ অবস্থান) হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ।
তবে এবার এ সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে আট ধাপ। দেশটির অবস্থান ৮০তম। সূচকে 'সরকারের কার্যকারিতা' ক্যাটাগরিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এ অগ্রগতি লক্ষ্যণীয় এ কারণে যে, উন্নত গণতান্ত্রিক চর্চার দেশগুলোও সাম্প্রতিক বছরগুলোতে তাদের অবস্থান ধরে রাখতে হিমশিম খেয়েছে। এ ক্যাটাগরিতে দেশগুলোর অবনমন দেখা গেছে।
পাঁচটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে সূচক প্রকাশিত হয়। এগুলো হলো নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা।
এসব ক্যাটাগরির বিভিন্ন নির্দেশকগুলোতে স্কোরের ভিত্তিতে দেশগুলোকে চার ধরনে (পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, দোআঁশলা শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা) ভাগ করা হয়।
২০২০ সালে ১২তম বারের মতো প্রকাশিত হলো গণতন্ত্র সূচক। ২০০৬ সাল থেকে এ সূচক প্রকাশিত হয়ে আসছে।