আমেরিকার অনুরোধে ৫ হাজার আফগানকে আশ্রয় দেবে সংযুক্ত আরব আমিরাত
যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তান থেকে বিতাড়িত ৫ হাজার আফগান নাগরিককে তৃতীয় দেশে যাওয়ার পথে ১০ দিনের জন্য আশ্রয় দিতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম -এর এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, "আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আসা এসব মানুষেরা মার্কিন এয়ারক্রাফটের মাধ্যমে ইউএইতে আসবেন"।
বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০ দিনের জন্য এ আবাসন সুবিধা পাবে।
সেখানে আরও উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত আফগানিস্তান থেকে ৮,৫০০ জনকে সরিয়ে নিয়েছে।
এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে, আফগানিস্তানের নাগরিকদের আশ্রয় দিতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
কাতারের একজন কর্মকর্তা বলেন, উপসাগরীয় আরব রাষ্ট্রটি আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং আসন্ন দিনগুলোতে তাদের জন্য অতিরিক্ত ফ্লাইট বরাদ্দ রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দ্বীপ রাষ্ট্র বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শুক্রবার জানিয়েছে যে, বাহরাইন আফগানিস্তানে উদ্ধার অভিযানে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে উদ্বাস্তুদের বহনকারী বিমানগুলোকে তাদের রাষ্ট্রে থামতে দেবে।
উল্লেখ্য, তালেবানের কাবুল দখলের পর থেকেই উদ্বিগ্ন আফগান জনগণ এবং দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকেরা কাবুলের বিমানবন্দরে এসে ভিড় করতে থাকে আফগানিস্তান ত্যাগের জন্য।
- সূত্র- রয়টার্স