প্রযুক্তিনির্ভর ঢাকা গড়ার অঙ্গীকার তাবিথের
পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ১৯ দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।
এতে তিনি প্রযুক্তিনির্ভর ঢাকা গড়ার অঙ্গীকার করেছেন, যেটা তার ভাষায় 'ইন্টেলিজেন্ট শহর'।
সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে তিনি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ঘোষণা করেন।
ডিএনসিসিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের ইশতেহার ঘোষণার এক দিন পর নির্বাচনী অঙ্গীকারগুলো ভোটারদের সামনে তুলে ধরলেন তাবিথ।
গতকাল ঘোষিত ইশতেহারে আতিকুল আধুনিক ও সুস্থ ঢাকা গড়ার অঙ্গীকার করেন।
ইশতেহারে মশা নিধন ও ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দিয়েছেন তাবিথ। এ ছাড়া পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, গণশৌচাগার, ক্ষুদ্র প্রতিষ্ঠান, ইন্টেলিজেন্ট শহর গড়া, অপরাধ দমন ও বিনোদন, গৃহায়ন ও নগর প্রশাসনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
তাবিথের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।