আলী দাইয়িকে ছাড়িয়ে সবার ওপরে রোনালদো
প্রথমার্ধের শেষ মিনিটে গোল হজম করে হারের পথে এগিয়ে যাচ্ছিল পর্তুগাল। শেষ বাঁশি বাজতে তখন মাত্র কয়েক মিনিট বাকি। রিপাবলিক অব আয়ারল্যান্ড হয়তো উদযাপনের কথাই ভাবছিল তখন। এমন সময়ে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুই গোল করে রেকর্ড গড়াসহ দলকে দারুণ এক জয় উপহার এনে দিলেন পর্তুগিজ অধিনায়ক।
বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে 'এ' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর দেশের এটা তৃতীয় জয়। প্রথমার্ধে আয়ারল্যান্ডের হয়ে গোল করেন জন ইগান। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে জোড়া গোল করেন রোনালদো।
এই দুই গোল দিয়ে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদো এখন ১১১টি গোলের মালিক, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এ পথে তিনি পেছনে ফেলেছেন ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়িকে।
১০৯ গোল নিয়ে এতোদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তিনি। গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ইউরোতে আলী দাইয়ির রেকর্ড ছুঁয়েছিলেন সম্প্রতি পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো রোনালদো। আয়াল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ডের চূড়ায় বসলেন তারকা এই স্ট্রাইকার।
একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোলের দেখা পেলেও পুরো ম্যাচে ছিল পর্তুগালের আধিপত্য। ৭৩ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। আক্রমণেও অনেক এগিয়ে ছিল দেশটি। গোলমুখে ২৭টি শট নেয় পর্তুগাল, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। পর্তুগালের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকা আয়ারল্যান্ডের নেওয়া ৬টি শটের ২টি লক্ষ্যে ছিল।
দলকে জেতালেও আগে হতাশ হতে হয় রোনালদোকে। ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে নেওয়া শেষ সাত পেনাল্টি শটে এই প্রথম গোল করতে ব্যর্থ হলেন পাঁচবারের ব্যালন ডি অ'র জয়ী।
৪৫তম মিনিটে কর্নার শটে হেড করে দলকে এগিয়ে নেন জন ইগান। বিরতির পর গোলশোধে মরিয়া পর্তুগাল অবিরত আক্রমণ সাজিয়ে যাচ্ছিল। ৮৯তম মিনিটে গিয়ে মেলে প্রথম গোলের দেখা। গনসালো গেদেসের ক্রসে লাফিয়ে হেডে বল জালে জড়ান রোনালদো। যোগ করা সময়ে (৯০+৬) আরেকটি গোল করে পর্তুগালকে জয় এনে দেন তিনি।