চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৭
চট্টগ্রাম নগরের কাজির দেউড়িতে পুলিশের সঙ্গে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন পুলিশ, বিএনপি কর্মী ও একজন গণমাধ্যমকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে। বৃহস্পতিবার কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বিএনপি নেতাকর্মী ৭ জনের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। এরা হলেন- ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আকবরশাহ থানা বিএনপির সদস্য মো. হানিফ, মো. আনোয়ার, মোহাম্মদ ইউসুফ , মোশারফ হোসেন ও বাচ্চু ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজামউদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। এদের অনেকেই পূর্বের মামলার আসামি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
তবে নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দাবি করেছেন, আজ বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় নগর ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সভায় যোগ দিতে আসার সময় পুলিশ অতর্কতি হামলা করে।
"এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন; যারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন," বলেন তিনি।