শুরুর পর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত, মেসিদের কোচের উল্টো অভিযোগ
কোয়ারেন্টিন মানেননি, এমন অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার চারজন ফুটবলারের বিরুদ্ধে। অভিযোগ করে তাদের খেলার ব্যাপারে আপত্তির কথা জানিয়েছিলেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। কিন্তু এই চারজনকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে একাদশ সাজান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
এই নিয়ে লঙ্কা কাণ্ডই হয়ে গেল। ম্যাচ শুরুর ৫ মিনিট পর খেলা বন্ধ হয়; এক ঘণ্টা পরও ম্যাচ শুরুর বালাই নেই। শেষমেষ হলোই না, ম্যাচটি স্থগিত করা হয়েছে। লাতিন আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ম্যাচ রেফারি ম্যাচটি স্থগিত করে দিয়েছেন।
কনমেবলের বিবৃতিতে বলা হয়েছে, 'ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার উপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এই প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে অনুসরণ করেই এগোবে।'
কাতার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি না হওয়ায় আর্জেন্টিনা দল স্টেডিয়াম ছেড়ে চলে যায়। এরপর ম্যাচের ভেন্যু সাও পাওলোর করিন্থিয়ান্স এরেনাতে অনুশীলন শুরু করে ব্রাজিল দল।
ম্যাচের পঞ্চম মিনিটের সময় সাইড লাইনের পাশে অচেনা একজনকে দেখে আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা এগিয়ে যান। তারা জানতে চান তার পরিচয়। এ সময় ধাক্কাধাক্কি হয় তাদের মধ্যে। এরপর এগিয়ে যায় সবাই, বন্ধ হয়ে যায় খেলা।
আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসি জানিয়েছে, ম্যাচ অফিসিয়ালদের বাইরের উপস্থিত ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের ব্যাপারে খোঁজ নিতে মাঠে আসেন তারা।
এর মধ্যে একজন কর্মকর্তা আর্জেন্টিনার চার ফুটবলারকে মাঠ থেকে বের করার চেষ্টা করেন। ব্যাপারটি ছিল অনেকটা আটক করার মতো। তখনই ওতামেন্দি ও আকুনার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনার কিছুক্ষণ পর মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।
ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা স্বাস্থ্য কর্মকর্তাদের ঘিরে ধরার পর তারা কথা বলেন মেসি ও নেইমারের সঙ্গে। সেখানে সমস্যার সমাধান না হওয়ায় মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে ব্রাজিলের খেলোয়াড়রা মাঠেই থেকে যান।
মাঠ ছাড়ার কিছুক্ষণ পর দানি আলভেজের সঙ্গে মাঠে ফেরেন মেসি। এ সময় রেফারির সঙ্গে অনেকটা সময় ধরে কথা বলেন নেইমার ও মেসি। তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ব্রাজিলের কোচ তিতেকেও।
কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার দায়ে অভিযুক্ত আর্জেন্টিনার চার খেলোয়াড় হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো, মিডফিল্ডার জোভান্নি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।
যদিও তাদের খেলার ব্যাপারে ব্রাজিলের হেলথ অথরিটির আপত্তির বিষয়টি জানানো হয়নি বলে উল্টো অভিযোগ করেছেন আর্জেন্টিনার কোচ। টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি বলেছেন, 'কোনো সময়ই আমাদের জানানো হয়নি যে তারা খেলতে পারবে না। আমাকে আমার খেলোয়াড়দের রক্ষা করতে হবে। কেউ যদি তাদের ধরতে আসে, সেটা তো হতে দেওয়া যাবে না।'