টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার দুই-একদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। সেই মাফিকই দল ঘোষণা করা হলো। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে ২ জন ক্রিকেটারকে।
দীর্ঘদিন টি-টোয়েন্টিতে না খেলা এবং পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিশ্বকাপ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। সঙ্গত কারণেই তাকে ছাড়া দল ঘোষণা করা হয়েছে। শুরুর আসর ২০০৭ বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে খেলবেন না বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার।
বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হবে, সেটার ইঙ্গিত আগেই মিলেছিল। তেমনই হয়েছে দল। বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে চার জন পেসারকে। তারা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশেষজ্ঞ স্পিনার আছেন দুজন; শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
জায়গা দেওয়া হয়েছে তিনজন অলরাউন্ডারকে। সাকিব আল হাসানের সঙ্গে আছেন দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন পাটোয়ারী। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম। পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আছেন স্ট্যান্ড বাই হিসেবে।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের প্রথম পর্ব শুরু হবে ১৭ অক্টোবর, ওমানে। প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
প্রথম পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে। প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড। র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
আসরের তৃতীয় দিন ম্যাচ আছে বাংলাদেশের। এদিন তাদের প্রতিপক্ষ ঘরের মাঠের দল ওমান। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। প্রথম পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ওমানে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে শীর্ষ দল হতে পারলে মূল পর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।