গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াই সাকিবের আইপিএল সেরা একাদশ
টি-টোয়েন্টি বলতে অনেকেই ক্রিস গেইলকে বোঝেন। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানবকে বলা হয় টি-টোয়েন্টির ফেরিওয়ালা, তার ভাষায় 'ইউনিভার্স বস'। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট খেলে বেড়ানো গেইল স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক। আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড তার দখলে। ছক্কার রেকর্ডে তার পরই দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। অথচ এই দুই ব্যাটসম্যানকে নিজের আইপিএলের সর্বকালের সেরা একাদশে রাখেননি সাকিব আল হাসান।
স্থগিত হওয়া আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। আসরটিতে খেলতে বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার এখন সংযুক্ত আরব আমিরাতে। ছয়দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবেন সাকিব। তাদের মাঠের লড়াই শুরু ২০ সেপ্টেম্বর। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর মুখোমুখি হবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।
আপাতত হোটেলে শুয়ে-বসেই সময় কাটছে সাকিবের। এই সময়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে নিজের সর্বকালের সেরা আইপিএল একাদশ জানিয়েছেন তিনি। গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াও একাদশে নিজেকে রাখেননি বাঁহাতি এই অলরাউন্ডার।
সাকিবের একাদশে ৮ জনই ভারতীয় ক্রিকেটার। বাকি তিন জন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও মঙ্গলবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। সাকিব তার একাদশের অধিনায়ক ও উইকেটরক্ষক করেছেন মহেন্দ্র সিং ধোনিকে।
আইপিএলে সাকিবের সর্বকালের সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, যাজপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।