কলকাতার ঘোষণা, ‘সাকিব দা এসে গেছেন’
করোনাভাইরাসের প্রকোপে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। স্থগিত হওয়া আসরটি সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গত ১২ সেপ্টেম্বর সেখানে গেছেন সাকিব আল হাসান।
দুবাইতে গিয়েই কোয়ারেন্টিনে প্রবেশ করতে হয় সাকিবকে। হোটেল রুমে ছয় দিন শুয়ে-বসেই কেটেছে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের। অপেক্ষা ফুরিয়েছে তার, শুক্রবার ছয়দিন পূর্ণ হওয়ায় শনিবার থেকে কলকাতার অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব।
সাকিবের যোগ দেওয়া ঘটা করেই ঘোষণা দিয়েছে আইপিএলের দলটি। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের একটি ছবি নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে কলকাতা। ক্যাপশনে তারা লিখেছে, 'সাকিব দা এসে গেছেন।'
এই পোস্টেই নিজেদের অনুশীলন সেশন লাইভের কথা জানায় কলকাতা। কিছুক্ষণ পর শুরু হয় অনুশীলন। দলের অনুশীলনে ব্যাট হাতে যোগ দেন সাকিব। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায় তাকে।
আগামী ২০ সেপ্টেম্বর মিশন শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। দুইবারের চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবিতে শুরু হবে।
রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে মুস্তাফিজুর রহমানও দুবাই গেছেন। বাংলাদেশের বাঁহাতি এই পেসার বর্তমানে কোয়ারেন্টিনে আছেন।
স্থগিত হওয়া আইপিএলে সাকিব কলকাতার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ৩ ম্যাচ খেলা এই অলরাউন্ডার ৩৮ রান ও ২টি উইকেট নেন। রাজস্থানের হয়ে মুস্তাফিজ ৭ ম্যাচে ৮ উইকেট নেন।