বিশ্বকাপ বাছাইয়ের জন্য নারীদের প্রাথমিক দল ঘোষণা
আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটির বাছাই পর্বের খেলা আগামী নভেম্বরে জিম্বাবুয়েতে হবে। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ জাতীয় নারী দলকেও খেলতে হবে বাছাই পর্ব। ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই বাছাই পর্বের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার ঘোষণা করা এই দলে ২০ জন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ফারিহা ইসলাম ও দিশা বিশ্বাস। দুজনই আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন।
প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হবে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে চলবে অনুশীলন।
এরপর ২৬ সেপ্টেম্বর সিলেটে যাবেন সালমা-জাহানারারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে ৫০ ওভারের পাঁচটি অনুশীলন ম্যাচ খেলবে নারী দল। ১১ অক্টোবর অনুশীলন ম্যাচ দিয়ে শেষ হবে ক্যাম্প।
নভেম্বরে ১০ দলের বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই হবে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ ও প্রথম বিদেশ সফর।
বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ দল: মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুঝাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সোবানা মোস্তারী, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার সুপ্তা, পূজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।