জেল ভেঙে পালিয়েছিলেন, করোনার কারণে নিজেই এসে ধরা দিলেন ২৯ বছর পর!
প্রায় তিন দশক আগে জেল ভেঙে পালিয়েছিলেন এক অস্ট্রেলিয়ান অপরাধী। দীর্ঘকাল ধরাছোঁয়ার বাইরে থাকলেও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে তার সেই পলাতক জীবন আরও দীর্ঘ হওয়ার সুযোগ পেল না!
মহামারি পরিস্থিতিতে কর্মহীন ও গৃহহীন হয়ে পড়া সেই অপরাধী জীবন বাঁচাতে অবশেষে আইনের হাতে নিজেকে তুলে দিতে বাধ্য হলেন। তার নাম ডার্কো 'ডগি' ডেসিক।
গাঁজা চাষের কারণে ১৩ মাসের কারাদণ্ড পাওয়া ডেসিক ১৯৯২ সালের ১ আগস্ট বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন কারেকশনাল সেন্টার থেকে পালিয়ে যান। এরপর আইনশৃঙ্খলা বাহিনী অনেক খুঁজেও ২৯ বছর তার কোনো হদিশ পায়নি।
অবশেষে তিনি নিজেই এসে ধরা দিলেন। এ সময়ে ডেসিক জানান, করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় কোনো কাজ পাচ্ছিলেন না তিনি। হয়ে পড়েন গৃহহীন। এক সময় তাই বাধ্য হন আইনের হাতে নিজেকে সোপর্দ করতে।
গণমাধ্যম এবিসি'র এক প্রতিবেদন থেকে জানা যায়, জেল থেকে পালিয়ে যুগোস্লাভিয়ান বংশোদ্ভূত ডেসিক চলে গিয়েছিলেন সিডনির উত্তরাঞ্চলের সমুদ্র সৈকতে। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিজ অতীতের কারণে তিনি পরিচয় গোপন রাখতেন। করেননি কোনো ড্রাইভিং লাইসেন্স। এমনকি কোনোদিনই হাজির হননি কোনো চিকিৎসকের কাছে। এ কারণে তাকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার সবচেয়ে কুখ্যাত জেলপলাতকদের একজন হিসেবে ডেসিক তার পলাতকজীবনে অন্যদের নজরে পড়ার মতো যেকোনো পরিস্থিতি এড়িয়ে চলতেন। একবার তাকে নিয়ে জনপ্রিয় টিভি সিরিজ "অস্ট্রেলিয়া'স মোস্ট ওয়ান্টেড'-এ একটি অনুষ্ঠান করা হলে তিনি আরও সতর্ক হয়ে ওঠেন।
কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে শেষ রক্ষা হলো না তার।
-
সূত্র: অডিটি সেন্ট্রাল