টস হেরে ফিল্ডিংয়ে কলকাতা, একাদশে নেই সাকিব
স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পুরনায় শুরু হয়েছে। ফেরার পর্বের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। নিজেদের প্রথম ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানদের দল কলকাতা নাইট রাইডার্স।
আবু ধাবিতে রাত আটটা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে দলটি। একাদশে জায়গা দেওয়া হয়নি সাকিবকে। আগের মতো করে তার জায়গায় ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইনকে নিয়েই মাঠে নামছে দুইবারের আইপিএল চ্যম্পিয়নরা।
স্থগিত হওয়া আইপিএলে তিনটি ম্যাচ খেলে বাদ পড়েছিলেন বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। পরের কয়েক ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল নারাইনকে। ৩ ম্যাচ খেলা সাকিব ৩৮ রান ও ২টি উইকেট নিয়েছিলেন।
সাকিবের মতো তার দলও ছন্দে ছিল না। সাত ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছিল বলিউড সুপার স্টার শাহরুখ খানের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিটি। তাদের আজকের প্রতিপক্ষ বিরাট কোহলির দল বেঙ্গালুরু ভালো অবস্থায় ছিল। সাতটির মধ্যে পাঁচটিতেই জিতেছিল তারা।
কলকাতার একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার। এই ম্যাচ দিয়ে কলকাতায় অভিষেক হচ্ছে তার। বেঙ্গালুরুতে আছেন দুজন অভিষিক্ত। তারা হলেন শ্রীকর ভারত ও ভানিন্দু হাসারাঙ্গা।
কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও প্রসিদ কৃষ্ণ।
বেঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকাল, রজত পতিদার, শ্রীকর ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ভানিন্দু হাসারাঙ্গা, শচিন বেবি, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।