মুস্তাফিজকে নিয়েই মাঠে নামছে রাজস্থান রয়্যালস
দ্বিতীয় দফায় শুরু হয়েছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সংযুক্ত আরব আমিরাতে চলমান এই আসরে কলকাতা নাইট রাইডার্স একটি ম্যাচ খেললেও একাদশে ছিলেন সাকিব আল হাসান। তবে রাজস্থান রয়্যালস ঠিকই মুস্তাফিজুর রহমান নিয়ে মাঠে নামছে।
দ্বিতীয় দফায় শুরুর ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে রাজস্থান। দুবাইতে অনুষ্ঠেয় এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
করোনাভাইরাসের কারণে গত মে মাসে স্থগিত হওয়া আইপিএল দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি এই পেসার রাজস্থানের সবগুলো ম্যাচে খেলেন। ৭ ম্যাচে তার শিকার ছিল ৮ উইকেট। এর মধ্যে দুটি ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেন 'দ্য ফিজ' খ্যাত মুস্তাফিজ।
যদিও তার দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। সাত ম্যাচে তিনটিতে জয় ও চার হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে ছিল রাজস্থান।
রাজস্থান রয়্যালস একাদশ: যশবি জয়সওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (অধিনায়ক, লিয়াম লিভিয়স্টোন, মহিপাল লামরোর, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, কার্তি ত্যাগী, চেতন শুকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
পাঞ্জাব কিংস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুদা, ফ্যাবিয়ান অ্যালেন, আদিল রশিদ, ইশান পোরেল, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিং ও মোহাম্মদ শামি।