‘সাইড-আইয়িং ক্লোয়ি’ মিম এবার নিলামে!
ইন্টারনেট জগতে হরহামেশাই নানা ছবি-ভিডিও বা মিম ভাইরাল হয়ে থাকে। কিন্তু সেই মিমও যে হাজারও ডলারে বিক্রি হতে পারে, তা হয়তো অনেকেরই জানা নেই।
মাত্র দুই বছর বয়সে ভাইরাল বনে যাওয়া আমেরিকান শিশু ক্লোয়ি ক্লেমের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে।
২০১৩ সালে ক্লোয়ি ক্লেমের বয়স যখন দুই বছর, তার মা তাকে ডিজনিল্যান্ডে সারপ্রাইজ ট্রিপে নিয়ে যান। কিন্তু তার মা ওই মুহূর্তের ভিডিও ধারণ করতে গেলে অপ্রসন্ন প্রতিক্রিয়া প্রকাশ করে ছোট্ট ক্লেম।
এরপর থেকে কারও বিষয়ে অপ্রসন্নতা বা বিরক্তি প্রকাশ করার ক্ষেত্রে ক্লোয়ির এই ছবি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
সম্প্রতি ছবিটি নন-ফানজিবল টোকেন (এনএফটি) হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লোয়ির পরিবার। এনএফটি হলো ডিজিটাল ইমেজ স্বত্ব কিনে নেওয়ার একটি পদ্ধতি।
এনএফটি রূপে কোনোকিছু কিনে নিলে গ্রাহককে ওই বস্তুর মালিকানার একটি ডিজিটাল সনদ দেওয়া হয়। ভাইরাল মিম ও টুইটের মতো জনপ্রিয় অনলাইন কন্টেন্টগুলোর মূল সংস্করণ কিনে নেওয়ার সুযোগ থাকে এখানে।
কখনো কখনো শিল্পী নিজে তার কাজের কপিরাইট দাবি করেন, যাতে সেটির আরও কপি পুনরুৎপাদন ও বিক্রি করতে পারেন। কিন্তু 'আসল' সংস্করণটি প্রথম এনএফটি ক্রেতার মালিকানায়ই থাকে।
কেউ কেউ এই পদ্ধতিকে অটোগ্রাফড প্রিন্ট কেনার সঙ্গে তুলনা করেন। আবার সংগ্রাহকদের মতে, মূল শিল্পটি কেনার মধ্যে যে 'গর্ব ও অহংকারবোধ' আছে, তা তাদের কাছে গুরুত্বপূর্ণ।
২০১৩ সালের সেপ্টেম্বরে ক্লোয়ির মা কেটি ডিজনিল্যান্ড সারপ্রাইজ ট্রিপের প্রতি তার দুই মেয়ের প্রতিক্রিয়া দেখিয়ে একটি ভিডিও অনলাইনে ছাড়েন। এদের মধ্যে লিলি কাঁদতে শুরু করে এবং এরপর ক্যামেরা ঘুরানো হয় ক্লোয়ির দিকে। ওই মুহূর্তে ক্লোয়ি তার ক্ষুদে দুটি দাঁত বের করে, সামান্য একপাশে তাকিয়ে একটি অপ্রসন্ন ভঙ্গিমা প্রকাশ করে, যেন পুরো ব্যাপারটা তার ভালোই লাগছে না!
ক্লোয়ির এই ভিডিও ইতোমধ্যে ২০ মিলিয়ন বার দেখা হয়েছে এবং ছবিটিও ইন্টারনেট সেনসেশন হয়ে দাঁড়িয়েছে।
ক্লোয়ির মা বিবিসিকে বলেন, 'আমি টাম্বলার খুললাম এবং দেখলাম সেখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু ক্লোয়ির ছবি। খুব অদ্ভুত লাগছিল, আবার আনন্দ লাগছিল। আমার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবেরা আমাকে এসব মিম পাঠাত। এমনকি এখনো তারা ক্লোয়ির মিমগুলো ইন্টারনেটে দেখলেই আমাকে পাঠায়।'
মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ক্লোয়িকে 'দ্য প্যাট্রন সেইন্ট অব টাম্বলার' এবং 'দ্য কুইন অ্যান্ড গডেস অব দ্য ইন্টারনেট' বলে ঘোষণা দেয় বাজফিড।
উটাহ রাজ্যের এই মার্কিন পরিবার এখন ক্লোয়ির ছবিটি এনএফটি হিসেবে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। নিলাম শুরু হবে ৫ ইথারিয়াম (ক্রিপ্টোকারেন্সির একটি রূপ, যার মূল্য প্রায় ১৫,০০০ ডলার) থেকে।
মিসেস ক্লেম জানান, এনএফটি বাজার সম্পর্কে জানার পর এই সিদ্ধান্ত নিতে তাদের দুবার ভাবতে হয়নি।
"এটা একটা দারুণ সুযোগ। বিশেষত, ক্লোয়ির কোনো ভক্ত যদি থাকে, সে এটা কিনে নিবে। এমনকি ক্লোয়ি নিজেও ব্যাপারটাকে 'কুল' মনে করছে," বলেন ক্লোয়ির মা।
সম্প্রতি মাল্টিমিলিয়ন ডলারের নানা এনএফটি পণ্য বিক্রি হওয়ার পর ডিজিটাল আর্ট কেনার চাহিদা বেড়ে গেছে।
চলতি বছরের মার্চে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি তার সর্বপ্রথম টুইট ২ দশমিক ৯ মিলিয়ন ডলারে একজন মালয়েশিয়ান ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
এপ্রিলে 'ডাইজেস্টার গার্ল' নামক মিম বিক্রি হয় ৫ লাখ ডলারে। এর কয়েক সপ্তাহ পরেই 'ওভারলি অ্যাটাচড গার্লফ্রেন্ড' নামক একটি মিম ৪ লাখ ১১ হাজার ডলারে বিক্রি হয়!
ক্লোয়ির এনএফটি বিক্রি হলে সেই টাকা দিয়ে কী করবেন, এমন প্রশ্নের জবাবে তার মা বলেন, 'ক্লোয়ি বলে, সেই টাকায় সে ঘোড়া কিনবে, নয়তো ডিজনি ওয়ার্ল্ড বানাবে! কিন্তু আমি সেই টাকা তার পড়ালেখার পেছনে ব্যয় করতে চাই।'
বর্তমানে ১০ বছর বয়সী ক্লোয়ির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৫ লাখ। ব্রাজিলের একটি গুগল বিজ্ঞাপনেও কাজ করেছে সে।
-
সূত্র: বিবিসি