হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম-উল-হক। তার বর্তমান অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। সোমবার হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে হাসাপাতালে ভর্তি করা হয়।
পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, গত তিন দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন ইনজামাম। এই তিন দিনের মধ্যে হার্ট অ্যাটাকও হয়েছে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে, জরুরি ভিত্তিতে করা হয় এনজিওপ্লাস্টি।
বুকে ব্যথা অনুভব করার পর প্রাথমিকভাবে পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি ইনজামামের। কিন্তু অস্বস্তি না কমায় সোমবার আবার পরীক্ষা করান ৫১ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান। সেখানেই ধরা পড়ে, তার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ইনজামামকে।
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ১২০টি টেস্ট, ৩৭৮টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন ইনজামাম। তিন ফরম্যাটে ৩৫ সেঞ্চুরিতে ২০ হাজার ৫৫১ রান করেছেন তিনি। পাকিস্তানের হয়ে ১৮ হাজার রানও করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপের নায়কদের একজনও ইনজামাম।
১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তান দলের অন্যতম ব্যাটিংয়ের ভরসা ছিলেন তিনি। নেতৃত্বেও দলকে পথ দেখিয়েছেন ইনজামাম। পাকিস্তানকে ৩১ টেস্ট ও ৮৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর পাকিস্তানের ব্যাটিং পরামর্শক, প্রধান নির্বাচকসহ বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন ইনজামাম। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।