চলছে ‘গ্ল্যাডিয়েটর’ সিকুয়েলের চিত্রনাট্য লেখা, জানালেন পরিচালক
কলোসিয়ামে রোমান জেনারেল ম্যাক্সিমাস ডেসিমাসের মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছিল 'গ্ল্যাডিয়েটর'-এর, তবে এই চলচ্চিত্রের কাহিনি ওখানেই শেষ নয়। এর সিকুয়েলের চিত্রনাট্য লেখার কাজ চলছে বলে জানিয়েছেন স্বয়ং পরিচালক রিডলি স্কট।
৮৩ বছর বয়সী এই পরিচালক 'এম্পায়ার' ম্যাগাজিনকে জানিয়েছেন, ২০০০ সালে অস্কারজয়ী ওই চলচ্চিত্রের সিকুয়েলের কাজ তিনি শেষ করবেন তার নির্মাণাধীন নেপোলিয়ন বোনাপার্টের বায়োপিক 'কিটব্যাগ'-এর কাজ শেষ করার পর। ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'কিটব্যাগ'।
"'গ্ল্যাডিয়েট'-এর পরবর্তী চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজ আমি ইতোমধ্যেই শুরু করেছি। 'নেপোলিয়ন' শেষ করার পর 'গ্লাডিয়েটর' ধরব,' বলেন স্কট।
বলে রাখা ভালো, 'গ্ল্যাডিয়েটর'-এর সিকুয়েল বানানোর পরিকল্পনা প্রথম ঘোষণা করা হয় ২০১৮ সালে। 'সেরা চলচ্চিত্র'সহ পাঁচ ক্যাটাগরিতে অস্কারজয়ী এবং বিশ্বজুড়ে ৪৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করা প্রথম চলচ্চিত্রটি যেখানে শেষ হয়েছে, তার ২৫ বছর পর থেকে শুরু হবে এর কাহিনি।
-
সূত্র: দ্য ন্যাশনাল