ট্রাম্পের ভাষণের অনুলিপি ছিঁড়ে ফেললেন মার্কিন স্পিকার পেলোসি
আর মাত্র একদিন পরেই ট্রাম্পকে অভিসংশন করা হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে মার্কিন সিনেট। রিপাবলিকান অধ্যুষিত সিনেট ট্রাম্পকে অভিসংশনের চাপ থেকে মুক্তি দেবে বলেই ধারণা করা হচ্ছে। এই অবস্থায় নিজের তৃতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন কংগ্রেসের যে কক্ষে তাকে গত ডিসেম্বরে অভিশংসনের প্রস্তাব পাশ হয় সেখানে দাড়িয়েই দম্ভভরে ভাষণ দিয়েছেন তিনি, যা বুধবার সরাসরি সম্প্রচার করে মার্কিন গণমাধ্যম। ট্রাম্পের এবারের ভাষণে নির্বাচনী বছরের প্রভাব ছিল স্পষ্ট। আরও ছিল নানা অপ্রত্যাশিত ঘটনা ও প্রতিবাদের সমাহার।
ট্রাম্প-পেলোসি সংঘাত
ট্রাম্পের ভাষণ শুরু হওয়ার আগেই মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, গত অক্টোবর থেকে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কোনো প্রকার কথা বলেননি। ভাষণের সময় তাদের দুজনের মাঝের বৈরিতাও স্পষ্ট হয়ে ওঠে।
প্রথম ট্রাম্প যখন স্পিকারের দিকে এগিয়ে আসছিলেন সেসময় পেলোসি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও ট্রাম্প তা গ্রহণ করেননি। অবশ্য তিনি এর প্রতিশোধও নিয়েছেন। ট্রাম্পের ভাষণ শেষ হতেই এর অনুলিপিটি ছিঁড়ে ফেলেন পেলোসি। পরবর্তীতে তিনি এ ব্যাপারে বলেন, ট্রাম্পকে উপযুক্ত সৌজন্য দেখাতেই আমি অনুলিপি ছিঁড়েছি। এছাড়াও, এই ভাষণ ছিল খুবই জঘন্য।
স্বাস্থ্যসেবা নিয়ে ডেমোক্র্যাটদের প্রতিবাদ : কিছু মানুষ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধবংস করার চেষ্টা করছে, নিজ ভাষণে ট্রাম্প এমন কথা বলা মাত্রই হাউজে উপস্থিত ডেমোক্র্যাট সদস্যরা ‘তুমি’ বলে সমবেত কণ্ঠে আওয়াজ তোলেন। আসলে তারা ট্রাম্প স্বাস্থ্যসেবা ধবংস করার পাঁয়তারা করছেন একথা বোঝাতেই প্রতিবাদ করেছেন।
আবার ট্রাম্প যখন শীর্ষ ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, তখন অনেক ডেমোক্র্যাট রাজনীতিবিদ বিদ্রুপের হাসি হেসেছেন। এ ব্যাপারে ট্রাম্প আরও কথা বলার চেষ্টা করলে বিরোধী ডেমোক্র্যাটরা সমবেত কণ্ঠে ‘এইচআরথ্রি’ বলে স্লোগান দেন। এর মাধ্যমে তারা ওষুধের দর মানুষের সাধ্যের মধ্যে রাখতে ডেমোক্র্যাটদের প্রস্তাবিত একটি বিলের প্রতি ইঙ্গিত করেন।