‘সামনের লক্ষ্যই পাঁচে ওঠা’
টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশা, আক্ষেপের শেষ নেই। টি-টোয়েন্টি নিয়ে মন খারাপ থাকলেও শেষ কয়েক মাসের পারফরম্যান্সে বাংলাদেশ দল তৃপ্ত। তবে সব সময়ই যে ফরম্যাট নিয়ে বাংলাদেশের গর্ব; সেটা ওয়ানডে। এই ফরম্যাটে ঘরের মাঠ ও বিদেশের মাঠ; সবখানেই লড়াই করে বাংলাদেশ।
চতুর্থবারের মতো বিসিবি সভাপতি হয়ে নাজমুল হাসান পাপন জানালেন, ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে থাকা বাংলাদেশকে পাঁচ নম্বরে তোলাই তার একমাত্র লক্ষ্য। কেন তিন-চার নম্বরে ওঠা লক্ষ্য নয়, সেই কারণও জানিয়েছেন তিনি। নব নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার সাংবাদমাধ্যমের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলেন নাজমুল হাসান। যেখানে দলের র্যাঙ্কিংয়ের প্রতি সবচেয়ে বেশি জোর দেন তিনি।
নাজমুল হাসান বলেন, 'বর্তমান যে পরিস্থিতি, সেখানে তিন ফরম্যাটের মধ্যে শুধু ওয়ানডেতে মোটামুটি ভালো। আমরা ভালো, তবে ওই রকম দল হইনি যে বলব আমরা খুব ভালো। মোটামুটি ভালো। আগের চেয়ে নিশ্চিতভাবেই ভালো। সাত নম্বরে এসেছি। দুটি বিশ্বকাপজয়ী দলের ওপরে আছি, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।'
'আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই পাঁচে ওঠা। ওই জায়গায় যাওয়ার জন্য যে কাজ করতে হবে, যেটা করে আমরা যদি যেতে পারি, তাহলে সহজে আমাদেরকে নিচে নামানো যাবে না। সামনের লক্ষ্যই পাঁচ নম্বরে যাওয়া। শক্তিশালী অনেক প্রতিপক্ষ আছে, তাদের উপরে আমাদের উঠতে হবে।' যোগ করেন নতুন বিসিবি সভাপতি।
তিন-চার নম্বর কেন নয়, সেটার ব্যাখ্যায় নাজমুল হাসান বলেন, 'প্রশ্ন করতে পারেন, কেন চার বা তিন নম্বরে নয়। আমি বিশ্বাস করি যে, এখন যে পরিস্থিতি; সেখানে সাত থেকে পাঁচে উঠাটাই হয়তো সম্ভব। এরপর অন্য পর্যায়। এর পরের পর্যায়ে যেতে হলে যে পরিমাণ কাজ করা দরকার, আমরা এখন পর্যন্ত সেই পরিমাণ কাজ করিনি, আমাদের সেই সুযোগ-সুবিধা উন্নত হয়নি।'
তিনি আরও বলেন, 'যতই সুযোগ-সুবিধা উন্নত করি না কেন, সারা বিশ্বে ক্রিকেট অনেক এগিয়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশও উন্নতি করেছে। ওদের সঙ্গে খাপ খাইয়ে চলতে গেলে আমাদের আরও অনেক কিছু করতে হবে। যা করেছি, এখন পর্যন্ত যে সফলতা পেয়েছি, এটা ধরে রাখার জন্য অনেক কিছু করতে হবে। এটাই বাস্তবতা।'
টেস্ট ও টি-টোয়েন্টিতে উন্নতির বিষয়ে নাজমুল হাসান বলেন, 'টি-টোয়েন্টিতে আমাদের অবস্থান অবশ্যই ভালো না, ছিলও না। সেদিক থেকে চিন্তা করে দেখলে টি-টোয়েন্টি ও টেস্টে উন্নতি করার সুযোগ রয়েছে। আমাদের করতেও হবে। টি-টোয়েন্টি সমস্যা হচ্ছে, এটা পাওয়ার গেম। আমাদের ব্যাটিংয়ে সেই পাওয়ারটা রপ্ত করতে পেরেছি বলে মনে হয় না। আমরা অতো ভালো না। তবে একেবারেই যে না, তা নয়। ভালো করার জন্য যেটা দরকার, সেটা নেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; আসলে তিনটা বিভাগেই উন্নতি দরকার।'