চিতার বন্ধু কুকুর
শৈশবের শিক্ষায় মানবশিশুর মতো অন্য প্রাণীর বাচ্চাদেরও বদলানো যায়। এই বদলের প্রক্রিয়া হিসেবে চিতা বাঘের শাবককে ল্যাব্রেডর কুকুরছানার পাশাপাশি রেখেছে একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের টার্টল ব্যাক জু নামের চিড়িয়াখানায় মাত্র কয়েক সপ্তাহ বয়স থেকেই একসঙ্গে থাকছে 'নন্দি' নামের চিতা ও 'বাওয়ি' নামের কুকুরটি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতারা প্রকৃতিগতভাবে লাজুক স্বভাবের। তাই পাশে থেকে চিতার শাবকের আস্থা তৈরিতে সাহায্য করবে কুকুরছানা।
বাওয়ি প্রশিক্ষিত প্রাণীদের মতো, যার কাজ হবে নন্দির উদ্বেগ দূর করা।
চিড়িয়াখানায় একসঙ্গে থেকে প্রাণী দু'টি অবিচ্ছেদ্য হয়ে গেছে। তাদের খেলনা বিনিময় কিংবা বরফে খুনসুটি করতে দেখা গেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক ফেসবুক পোস্টে বলা হয়, বাউয়ি বরাবরই শসার মতো ঠান্ডা, যে নন্দিকে কােনোভাবেই স্নায়বিক দুর্বলতায় ভুগতে দেয় না। নন্দি যেখানেই যায়, বাউয়ি তার পিছু পিছু যায়, যাতে করে নন্দি স্বস্তিবোধ করে।
বিপরীত মেরুর দুই প্রাণীর বন্ধুত্ব মন কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। ফেসবুকে একজন লেখেন, "দারুণ এক জুটি। দারুণ বন্ধুযুগল।"