‘ঢাকা ড্রিম’ মুক্তি পাচ্ছে ২২ অক্টোবর
রাজধানী ঢাকার অন্তস্থলের গল্প নিয়ে স্বাধীন ধারার নির্মাতা প্রসূন রহমানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ঢাকা ড্রিম' মুক্তি পাচ্ছে আগামী ২২ অক্টোবর। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে 'ইমেশন ক্রিয়েটরে'র ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের ট্রেলার।
নির্মাতা বলেন, "প্রান্তিক মানুষের নগরকেন্দ্রিক যে স্বপ্ন, সে স্বপ্ন আবহমানকালের। কিন্তু সে নগর কি সবার স্বপ্নকে ধারন করতে পারে? তবু কেন আসে মানুষ এই শহরে? কোন স্বপ্ন নিয়ে? বাস্তবের চেয়েও সত্য যে স্বপ্ন, স্বপ্নের চেয়েও অধিক যে সত্য, সে স্বপ্ন ও সত্যের আরেক নাম- 'ঢাকা ড্রিম'!"
এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এস এম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফী প্রমুখ।
টাইটেল সংগীতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কুমার বিশ্বজিতের সুর ও সঙ্গীত পরিচালনায় দুটি গান রয়েছে 'ঢাকা ড্রিম'-এ। একটি গেয়েছেন বারী সিদ্দিকী, অন্যটি মমতাজ। অন্যদিকে, টাইটেল সংগীতের মিউজিক করেছেন রেজাউল করিম লিমন। গানগুলো ইতোমধ্যেই 'বাংলাঢোল'-এর অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে।