টিম হোটেলে মুস্তাফিজ, কলকাতা শিবিরেই থাকছেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হয়ে গেছে। আগের সূচি অনুযায়ী দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আজই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু আইসিসি সূচিতে পরিবর্তন আনায় কাল আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। একদিন পরে যাওয়ায় কোয়ারেন্টিন করে অনুশীলনের সুযোগ মিলবে না, সরাসরি ম্যাচ খেলতে হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের।
বেশ আগে থেকেই আরব আমিরাতে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বাংলাদেশের এই দুই ক্রিকেটার আইপিএল খেলতে গত মাসের মাঝামাঝি আরব আমিরাতে যান। এরই মধ্যে আইপিএল সফর শেষ হয়ে গেছে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের।
প্লে-অফে উঠতে না পারায় আইপিএলের দলটি ছেড়ে আরব আমিরাতে বাংলাদেশের টিম হোটেলে গিয়ে পৌঁছেছেন মুস্তাফিজ। কাল দল পৌঁছালে যোগ দেবেন তিনি। তবে প্লে-অফ নিশ্চিত হওয়ায় কলকাতার নাইট রাইডার্স শিবিরেই রয়ে গেছেন সাকিব। ৬ অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র থাকলেও সেটা বাড়িয়ে নিয়েছেন তিনি।
এলিমিনেটর ম্যাচে আগামী ১১ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এই ম্যাচ খেলতে কলকাতার সঙ্গেই আছেন বাংলাদেশ অলরাউন্ডার। আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে কলকাতা ফাইনালে উঠলে সাকিবও দলের সঙ্গে থাকবেন। সেক্ষেত্রে সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
শেষের কয়েকটা ম্যাচ বাদ দলে আইপিএলে দারুণ সময় কেটেছে মুস্তাফিজের। বাংলাদেশের বাঁহাতি এই পেসার রাজস্থানের হয়ে ১৪ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। অবদান রেখেও দলকে প্লে-অফে তুলতে পারেননি তিনি। আইপিএলের দলটি ছেড়ে এসে নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করেছেন মুস্তাফিজ।
রাজস্থানের স্কোয়াডের একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুক পেজ থেকে মুস্তাফিজ লিখেছেন, 'আমরা এভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইনি। দুর্ভাগ্যবশত, আমরা আমাদের ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জন্য এটা স্মরণীয় টুর্নামেন্ট হয়ে থাকবে। কারণ আমি দল ও ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। নিঃশর্ত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পরবর্তী সময় পর্যন্ত বিদায়।'
রোববার ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিমান ছাড়ার কথা। যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় সোমবার অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। রোববার গিয়ে সোমবার কোয়ারেন্টিন করে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে ১৫ অক্টোবর আবারও ওমান ফিরবে বাংলাদেশ। ১৬ অক্টোবর অনুশীলনের পর ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।