সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া
মালয়েশিয়ার যেসব নাগরিক ইতিমধ্যে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের অভ্যন্তরীণ এবং বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দেশটি তার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলায় মূলত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণরূপে টিকা নেওয়া মালয়েশিয়ানদের অনুমতি ছাড়াই বিদেশে ভ্রমণের অনুমতি দিতে সম্মত হয়েছে সরকার।
সোমবার থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে।
এক সংবাদ সম্মেলনে ইসমাইল সাবরি বলেন, সরকার এখন মহামারির 'এন্ডেমিক' পর্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, যেখানে পুনরায় সংক্রমণ বাড়লেও কঠোর লকডাউন আরোপের আবশ্যকতা দেখা দেবে না।
তিনি আরও বলেন, "আমাদের নিজেদেরকে কোভিডের সাথে বসবাসের জন্য অভ্যস্ত করে তুলতে হবে, কেননা কোভিড পুরোপুরি নির্মূল নাও হতে পারে"।
শনিবার পর্যন্ত ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটির ৬৫% লোক টিকা গ্রহণ করেছেন, যাদের মধ্যে ১২-১৭ বছর বয়স্ক তরুণেরাও রয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি এখন পর্যন্ত ২৩ লাখ কোভিড-১৯ সংক্রমণের রেকর্ড করেছে এবং দেশটিতে করোনায় প্রাণহানি হয়েছে ২৭, ২৬৫ জনের।
- সূত্র- রয়টার্স