শেষ ওভারের রোমাঞ্চ জিতে ফাইনালে ধোনির চেন্নাই
আইপিএলের ফাইনালের টিকেট কাটতে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ১৩ রান। এমন সময়ে প্রথম বলেই মঈন আলীকে ফিরিয়ে দেন দিল্লি ক্যাপিটালসের পেসার টম কারান। পথ আরও কঠিন হয়, ৫ বলে ১৩। নিজের করা শেষ ওভারের শেষ বলেও উইকেট থাকায় হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে কারানের। কিন্তু উইকেটে মহেন্দ্র সিং ধোনি থাকলে সেই সম্ভাবনা মিলিয়ে যেত কতক্ষণ!
কারানের হ্যাটট্রিক বলে চার মেরে ধোনির গর্জন, 'এখনও বুড়িয়ে যাইনি।' পরের দুই বলেই মেলে সেটার প্রমাণ। টানা দুই চার মেরে দুই বল হাতে রেখেই চেন্নাই অধিনায়ক ছিনিয়ে নেন জয়, মনে করিয়ে দেন তার সেরা সময়ের সেই 'ফিনিশার'- এর কথা।
দিল্লির বিপক্ষে রোমাঞ্চকর লড়াই জিতে আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই। রোববার দুবাইতে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ৪ উইকেটে হারিয়েছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা। এবার নিয়ে অষ্টমবারের মতো আসরটির ফাইনালে উঠলো তারা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পৃথ্বী শ, অধিনায়ক ঋষভ পন্ত ও শিমরন হেটমেয়ারের ব্যাটে ৫ উইকেটে ১৭২ রান তোলে দিল্লি। জবাবে ম্যাচসেরা রুতুরাজ গায়কোয়াদ ও রবিন উথাপ্পার ব্যাটে অনেকটা পথ পাড়ি দেওয়া চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধোনি।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই ওপেনার ফাফ ডু প্লেসির উইকেট হারায় চেন্নাই। যদিও এই চাপ দলকে বুঝতেই দেননি রুতুরাজ ও উথাপ্পা। দ্বিতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়েন তারা। উথাপ্পার বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেন ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান।
এরপর বিপদ বাড়ে চেন্নাইয়ের। দ্রুতই ফিরে যান শার্দুল ঠাকুর ও আম্বতি রাইডু। তবে রুতুরাজ এক পাশ সামলে রাখেন। মঈন আলীর সঙ্গে আরও কিছুটা পথ পাড়ি দেওয়া রুতুরাজ ৫০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। মঈন আলী ১৬ রান করে ফেরার পর বাকি কাজটুকু সারেন ধোনি। ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। দিল্লির হয়ে টম কারান সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা দিল্লির হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ওপেনার পৃথ্বী শ। ডানহাতি এই ব্যাটসম্যান মাত্র ৩৪ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬গ রান করেন। ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫১ রান করেন পন্ত। এ ছাড়া অক্ষর প্যাটেল ১০ ও হেটমেয়ার ৩৭ রান করেন। চেন্নাইয়ের জস হ্যাজেলউড ২টি এবং রবীন্দ্র জাদেজা, মঈন আলী ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট নেন।