কৃষিপণ্য রপ্তানি দুই বিলিয়নে নেওয়ার রোডম্যাপ করছে সরকার
রপ্তানিতে বাধা দূর করে আগামী দুই বছরের মধ্যে কৃষি পণ্যের রপ্তানি এক বিলিয়ন থেকে দুই বিলিয়নে নিতে চায় সরকার। এজন্যে একটি রোডম্যাপ তৈরির কাজ চলছে।
সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে 'শাকসবজি, আলু, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া রোডম্যাপ' এ তথ্য জানানো হয়। কৃষি মন্ত্রণালয় এ রোডম্যাপ তৈরি করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে খসড়া রোডম্যাপ উপস্থাপনা করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) ড. মোহাম্মদ রাজু আহমেদ এবং আলু রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া রোডম্যাপ উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর গবেষণা সেলের প্রধান সমন্বয়কারী ড. মো. রেজাউল করিম।
খসড়া রোডম্যাপে শাকসবজি, আলু, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি তা সমাধানের লক্ষ্যে বেশ কিছু সুপারিশ প্রস্তাব করেন। এই সুপারিশসমূহ বাস্তবায়ন করা গেলে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে ২০২১-২২ সালে ১.৬৩৪ বিলিয়ন মার্কিন ডলার (সম্ভাব্য) এবং ২০২২-২৩ সালে (জুন পর্যন্ত) ২ বিলিয়ন মার্কিন ডলার (সম্ভাব্য) আয় করা সম্ভব হবে।
আলু রপ্তানির ক্ষেত্রে ২০২২ সালে ৮০ হাজার টন, ২০২৩ সালে ১ লাখ ২০ হাজার টন, ২০২৪ সালে ১ লাখ ৮০ হাজার এবং ২০২৫ সালে ২ লাখ ৫০ হাজার টন আলু রপ্তানি করা সম্ভব বলে খসড়া রোডম্যাপে উল্লেখ করা হয়েছে।
রোডম্যাপে কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহে একটা পৃথক রপ্তানিমুখী গবেষণা সেল গঠনের প্রস্তাব দেয়া হয়। বিদেশ হতে কাঙ্ক্ষিত জাতের বীজ আমদানি করে দ্রুত রিজিয়নাল ট্রেইল গঠনের মাধ্যমে বিএডিসি ও ডিএই এর মাধ্যমে বীজ সম্প্রসারণ, কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতিতে জিএপি, জিপিপি ও জিএইচপি অনুসরণের মাধ্যমে নিরাপদ ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে গুরুত্ব বাড়ানোর কথা বলা হয়। বিমানবন্দরের কার্গো স্থানে কৃষিপণ্যের জন্য পৃথক গেট, আলাদা জায়গা ও পৃথক স্ক্যানার মেশিন দ্রুত স্থাপন করতে হবে। সকল বিমানে ২০ থেকে ২৫ শতাংশ স্থান বাধ্যতামূলক ভাবে কৃষি পণ্য পরিবহনের জন্য বরাদ্দ রাখার প্রস্তাবনাও দেয়া হয়েছে।
বিমান ভাড়া পুননির্ধারণ, বিমান বন্দর এলাকায় বিএডিসির তত্ত্বাবধানে ১ একর জমিতে আধুনিক মানসম্মত হিমাগার স্থাপন, রপ্তানি চাহিদাভিত্তিক টেস্টসমূহের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক্রিয়েডেশন বোর্ড কর্তৃক এক্রিডিয়েশন সনদ গ্রহণ, বেসরকারি পর্যায়ে পিপিপি মডেলে একটি আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপনের কথাও বলা হয় এই রোডম্যাপে।
আলু রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানি বাজার সার্ভে করে জাত অনুযায়ী রপ্তানির লক্ষ্যমাত্রা ও প্রাক্কলন তৈরী করবে। বিএডিসি, বিএআরআই ও বিপিইএ প্রজেকশন অনুযায়ী সম্ভাব্য জাতগুলো নিয়ে প্রায়োগিক গবেষণা এগিয়ে রাখবে। রপ্তানিযোগ্য নতুন জাত সহজপ্রাপ্য হওয়ার আগ পর্যন্ত, ভর্তুকি মূল্যে বীজ আমদানি করতে হবে।
আলুর যেসব রোগ রয়েছে সেগুলো দূর করতে ভালো মানের জাত কৃষকদের মধ্যে দ্রুত ছড়িয়ে দেয়ার সুপারিশ করা হয়েছে এই রোডম্যাপে।